North Bengal News: স্ত্রীর কলিজা ব্যাগে নিয়ে ঘুরছিল 'খুনি' স্বামী, ময়নাগুড়িতে হাড়হিম কাণ্ড 

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ব্যাঙকান্দি গ্রামে শুক্রবার সকালে ঘটল এক রোমহর্ষক ঘটনা। স্ত্রীর খুন করে তাঁর কলিজা ব্যাগে ভরে নিয়ে গ্রামে ঘুরতে দেখা গেল এক ব্যক্তিকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Advertisement
স্ত্রীর কলিজা ব্যাগে নিয়ে ঘুরছিল 'খুনি' স্বামী, ময়নাগুড়িতে হাড়হিম কাণ্ড ময়নাগুড়িতে মহিলা খুন।-ফাইল ছবি
হাইলাইটস
  • জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ব্যাঙকান্দি গ্রামে শুক্রবার সকালে ঘটল এক রোমহর্ষক ঘটনা।
  • স্ত্রীর খুন করে তাঁর কলিজা ব্যাগে ভরে নিয়ে গ্রামে ঘুরতে দেখা গেল এক ব্যক্তিকে।

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ব্যাঙকান্দি গ্রামে শুক্রবার সকালে ঘটল এক রোমহর্ষক ঘটনা। স্ত্রীর খুন করে তাঁর কলিজা ব্যাগে ভরে নিয়ে গ্রামে ঘুরতে দেখা গেল এক ব্যক্তিকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম দীপালি রায় (৪৫)। তাঁর স্বামী রমেশ রায়-এর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন, মেয়ে বিবাহিত। ফলে রমেশ ও দীপালি বাড়িতে একাই থাকতেন।

শুক্রবার সকালে রমেশকে কাঁধে একটি ব্যাগ নিয়ে গ্রামে ঘুরে বেড়াতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি একাধিক বাড়িতে গিয়ে ব্যাগ খুলে ভিতরের জিনিস দেখান। সেখানেই দেখা যায় মানুষের কলিজা। আতঙ্কে স্থানীয়রা পুলিশে খবর দেন।

এরই মধ্যে রমেশ নিজের পালিয়ে যায়। পুলিশ গিয়ে দীপালি রায়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘর রক্তে ভেসে গিয়েছিল।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান নীলিমা রায় সংবাদমাধ্যমকে বলেন, 'আজ সকালে ফোনে জানতে পারি, রমেশ একটি ব্যাগ নিয়ে এক বাড়িতে গিয়েছিলেন। ব্যাগ খুলে তিনি কলিজা দেখান। খবর পেয়ে আমি তাঁর বাড়িতে গিয়ে দেখি, দীপালির দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই।'
 

 

POST A COMMENT
Advertisement