Trains Cancelled From Howrah: দুর্যোগে বিধ্বস্ত উত্তর ভারত, হাওড়ায় বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা

প্রবল বৃষ্টিতে দিল্লি, হিমাচল প্রদেশ-সহ উত্তর ভারতে বন্যা। এখনও পর্যন্ত ১০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা বহু। আজ আরও ২০ জনের মৃত্য হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Advertisement
দুর্যোগে বিধ্বস্ত উত্তর ভারত, হাওড়ায় বাতিল একাধিক ট্রেন, রইল তালিকাট্রেন বাতিল
হাইলাইটস
  • এখনও পর্যন্ত ১০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে
  • দিল্লিতে, যমুনা নদী ২০৬ মিটারের বিপদ চিহ্ন অতিক্রম করেছে

প্রবল বৃষ্টিতে দিল্লি, হিমাচল প্রদেশ-সহ উত্তর ভারতে বন্যা। এখনও পর্যন্ত ১০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা বহু। আজ আরও ২০ জনের মৃত্য হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বন্যায় হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। বর্ষা শুরু হওয়ার পর থেকে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে প্রতিবেশী উত্তরাখণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং রাজস্থানে বৃষ্টিজনিত ঘটনায় একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থানে নদী, খাঁড়ি এবং নালা প্লাবিত হয়েছে। প্রচুর বাড়ি-ঘর বৃষ্টি ও বন্যায় ভেসে গিয়েছে। ব্যাপক প্রভাব পড়েছে রেল ও যান চলাচলে। এককথায় পুরোপুরি ভেঙে পড়েছে জনজীবন। দিল্লিতে, যমুনা নদী ২০৬ মিটারের বিপদ চিহ্ন অতিক্রম করেছে, বন্যাপ্রবণ এলাকায় বসবাসকারী লোকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার হিমাচল প্রদেশ সরকার জানিয়েছে,১ হাজার ৩০০ টি রাস্তা বন্ধ রয়েছে। ৪০টি বড় সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, উত্তর ভারতে বন্যার কারণে হাওড়া থেকে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টিপাত এবং এর ফলে রেল লাইন জলের তলায় চলে যাওয়ার কারণে নিম্নলিখিত ট্রেনগুলি বাতিল থাকবে। 

  • • 12311 হাওড়া – কালকা নেতাজি এক্সপ্রেস ( ১২ জুলাই)
  • • 12315 কলকাতা – উদয়পুর সিটি অনন্যা এক্সপ্রেস (১৩ জুলাই)
  • • 12325 কলকাতা - নাঙ্গল ধাম গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস (১৩ জুলাই)
  • • 15097 ভাগলপুর - জম্মু তাভি অমরনাথ এক্সপ্রেস (১৩ জুলাই)
POST A COMMENT
Advertisement