Suvendu Adhikari: 'ওটা সভা নয়, পাগলু ডান্স,' শুভেন্দুর নিশানায় TMC-র শহিদ দিবস, কী বললেন?

আজ, সোমবার ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের পাল্টা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা। থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী।

Advertisement
'ওটা সভা নয়, পাগলু ডান্স,' শুভেন্দুর নিশানায় TMC-র শহিদ দিবস, কী বললেন?শুভেন্দু অধিকারী।-ফাইল ছবি
হাইলাইটস
  • আজ, সোমবার ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের পাল্টা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা।
  • এই অনুষ্ঠানে যোগ দেবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ, সোমবার ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের পাল্টা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা। থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। তৃণমূলের শহিদ দিবস নিয়ে কটাক্ষ করেন। তাঁর বক্তব্য, 'ওটা সভা নয়, ওখানে পাগলু ডান্স হবে।'

শুভেন্দু আরও বলেন, 'নাচতে নাচতে আসছে দেখছেন না। জলঙ্গি থেকে বাসের ভেতরে নাচতে নাচতে আসছে বাজনা বাজিয়ে। পুরুলিয়া থেকে জোর করে যাদের আনা হয়েছে তারা ইতিমধ্যেই পালিয়েছে।'

উল্লেখ্য, রবিবার একটি ভিডিও ভাইরাল হয়। দেখা যায়, ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে জলঙ্গি দক্ষিণ ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। নেতৃত্বে ছিলেন তৃণমূল যুব সভাপতি মোশারফ হোসেন ওরফে লিলুয়া। শহিদদের স্মরণে প্রতি বছরই এই দিনটিকে পালন করে তৃণমূল কংগ্রেস। মোশারফ হোসেন লিলুয়া নিজের ফেসবুক পেজ থেকে একটি লাইভ করেন, যেখানে দেখা যায়, হিন্দি গানের তালে নাচতে নাচতে, উচ্ছ্বাসে ফেটে পড়েছেন কর্মীরা। অনেকে আবার উচ্ছ্বাসের চোটে নিজের জামাও খুলে ফেলেছেন। বিরোধী দলনেতা এই বিষয়টিকেই কটাক্ষ করেছেন। যদিও 'বাংলা ডট আজতক ডট ইন' ভিডিওটির সতত্যা যাচাই করেনি। 

এদিকে ধর্মতলার পাশাপাশি সেজে উঠেছে শিলিগুড়িও। উত্তরকণ্যার কাছে বিজেপির সভা। উত্তরকণ্যাকে পাশে রেখে র‍্যালি যখন এগোবে তখন উত্তরকণ্যার নিরাপত্তায় বিশেষ বন্দোবস্ত করবে পুলিশ। পাশাপাশি র‍্যালির যাত্রাপথ এবং সভামঞ্চ মিলিয়ে প্রায় দেড় হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। 

 

POST A COMMENT
Advertisement