scorecardresearch
 

Odisha Train Accident: আহতদের নিয়ে হাওড়ায় ঢুকছে উদ্ধারকারী ট্রেন, হেল্পলাইন নম্বর ০৩৩-২৬৪১৩৬৬০

ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Train Accident) মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় বহু মানুষর মৃত্যু। শুক্রবার সন্ধেয় ওড়িশার বালেশ্বর বাহানাগা স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত ২৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Advertisement
ওড়িশা ট্রেন দুর্ঘটনা ওড়িশা ট্রেন দুর্ঘটনা
হাইলাইটস
  • ওড়িশা ট্রেন দুর্ঘটনা ,ওড়িশা ট্রেন দুর্ঘটনার হেল্পলাইন নম্বর করমন্ডল এক্সপ্রেস করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা ,ওড়িশায় করোমন্ডেল এক্সপ্রেসের উচ্চতা বালাসোরে ট্রেন দুর্ঘটনা ওড়িশায় ট্রেন লাইনচ্যুত ,শালিমার-চেন্নাই করোমন্ডেল এক্সপ্রেস করোমন্ডেল এক্সপ্রেস দুর
  • হাওড়ায় একটি রিকভারি ট্রেন খানিকক্ষণের মধ্যেই ঢুকতে চলেছে

ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Train Accident) মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় বহু মানুষর মৃত্যু। শুক্রবার সন্ধেয় ওড়িশার বালেশ্বর বাহানাগা স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত ২৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এনডিআরএফ দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। সকালে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ৬০০ জনেরও বেশি কর্মী উদ্ধারকাজ চালাচ্ছেন।

হাওড়ায় একটি রিকভারি ট্রেন খানিকক্ষণের মধ্যেই ঢুকতে চলেছে। সেই ট্রেনে দুর্ঘটনায় আহত যাত্রীদের নিয়ে আসা হচ্ছে। হাওড়ায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

এক নজরে হেল্পলাইন নম্বর:

আরও পড়ুন

  • Railway No. 22933
  • BSNL No. 033-26413660
  • Existing Enquiry Nos of HWH station
  • 22244
  • 22255
  • 22266
  • BSNl(033)
  • 2640-2241
  • 2640-2242

2640-2243

দুর্ঘটনার পরই একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই নম্বরগুলি হল-

  • হাওড়ার হেল্পলাইন নম্বর - 033-26382217
  • খড়গপুরের হেল্পলাইন নম্বর - 8972073925, 9332392339
  • বালেশ্বরের হেল্পলাইন নম্বর -  8249591559, 7978418322
  • শালিমারের হেল্পলাইন নম্বর - 9903370746
  • চেন্নাইয়ের হেল্পলাইন নম্বর - 044-25330952/044-25330953/044-25354771

এই মর্মান্তিক দুর্ঘটনায় ট্রেন চলাচল স্তব্ধ। একগুচ্ছ যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। কিছু রুটের ট্রেন অন্যদিকে সরিয়ে নেওয়া হয়েছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্রধান ট্রেনগুলি হল 12837 হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, 12863 হাওড়া-বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, 12839 হাওড়া-চেন্নাই মেল, 12895 হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, 20831 হাওড়া-সম্বলপুর এক্সপ্রেস এবং 02837 সানগাছি এক্সপ্রেস শুক্রবার থেকেই বাতিল করা হয়েছে।

Advertisement