২০২৬ এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে জেলায় জেলায়। সমগ্র বাঁকুড়া জেলা জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমাগত ছড়িয়ে পড়ছে। আক্রমণ পাল্টা আক্রমণে শাসক-বিরোধী যুযুধান দুই পক্ষই একে অপরকে বিদ্ধ করে চলেছে। খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করলেন ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অঞ্জন নাগ চৌধুরী।
কী নিয়ে বিতর্ক?
বৃহস্পতিবার, ওন্দা ব্লকের নাকাইজুড়িতে নারী নির্যাতনের বিরুদ্ধে একটি পথসভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে ৷ সেই সভায় উপস্থিত থাকেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা-সহ একাধিক নেতৃত্ব। সেখানে অঞ্জন বলেন, 'মহিলারা লক্ষ্মীর ভান্ডারে ১০০০ টাকা বা ১২০০ টাকা করে পান,আপনাদের বাড়িতে লক্ষ্মী কোনওদিন ঢুকবে না যতদিন ক্ষমতাই অ-লক্ষী মমতা ব্যানার্জী রয়েছে।'
সাফাই দিলেন বিজেপি নেতা
পরে তিনি অবশ্য বলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারটিকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেছেন। মমতা বন্দোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে কিছু বলেননি। বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল শিবির। ওন্দা ব্লকের তৃণমূলের যুব সভাপতি মণিশঙ্কর মুখার্জি জানান, 'বিজেপি নারীদের সম্মান করতে জানে না। মঞ্চে বিজেপির যে মহিলারা বসেছিলেন তাঁরাও লক্ষীর ভাণ্ডার পান। ওই বিজেপির নেতাকে মমতা বন্দোপাধ্যায়ের একটা ছবি পকেটে রাখার কথাও তিনি বলেছেন।
ওই বিজেপি নেতাকে পরামর্শ দিয়ে তৃণমূল যুব সভাপতির দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি বাড়িতে রাখবেন। বাড়ি থেকে বেরানোর সময় প্রণাম করে বেরবেন তাতে আপনার মঙ্গল হবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং লক্ষ্মী রূপে এই বাংলার লক্ষ্মীদের জন্য এই প্রকল্প চালু করেছেন।'
রাজনৈতিক কারবারিদের মতে, বিজেপি নেতাদের একাংশ এই ধরনের মন্তব্যের কারণে অনেকেই বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বিরোধী দলের যে ধরনের ভূমিকা থাকার প্রয়োজন তা না করে প্রকল্প নিয়ে এমনভাবে মানুষের কাছে বার্তা দিচ্ছেন তারা তাতেই বিরোধী দলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।