One Lakh Car In Hooghly: 'সিঙ্গুরে ন্যানো হয়নি, সেই হুগলিতেই হবে একলাখি গাড়ি', ঘোষণা কুণাল ঘোষের

One Lakh Car In Hooghly: সিঙ্গুরে টাটার একলাখি ন্যানো গাড়ি হয়নি। একলাখি ইলেকট্রিক চারচাকা গাড়ি তৈরি হবে। টিফোজ সংস্থার অন্যতম কর্ণধার শান্তনু ঘোষকে পাশে নিয়ে জানিয়ে দিলেন কুণাল ঘোষ।

Advertisement
'সিঙ্গুরে ন্যানো হয়নি, সেই হুগলিতেই হবে একলাখি গাড়ি', ঘোষণা কুণাল ঘোষেরহুগলির পোলবায় কুণাল ঘোষ
হাইলাইটস
  • সিঙ্গুরে টাটার একলাখি ন্যানো গাড়ি হয়নি।

সিঙ্গুরে টাটার একলাখি ন্যানো গাড়ি হয়নি। একলাখি ইলেকট্রিক চারচাকা গাড়ি তৈরি  হবে। টিফোজ সংস্থার অন্যতম কর্ণধার শান্তনু ঘোষকে পাশে নিয়ে জানিয়ে দিলেন কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র জানান,২০২৬ সালের জানুয়ারি মাসে একলাখি গাড়ি তৈরি হবে পোলবার সুগন্ধার কারখানা থেকে।

১২ একর জমিতে টিফোজ বিএলডিসি পাখা তৈরি হচ্ছে দু বছর ধরে। শনিবার এই কারখানাতেই ব্যাটারি টোটোর উদ্বোধন হল। সেই মঞ্চে  কুণাল ঘোষ বলেন, 'সিঙ্গুরে একলাখি ন্যানো গাড়ি হয়নি। সেটা শিল্পের বিতর্কে নয়, তা ছিল জমি বিতর্ক। তিন ফসলি জমিতে শিল্পের প্রতিবাদ হয়েছিল। কিন্তু বর্তমান শাসক দল সেদিন শিল্প করা যাবে না বলে একবারও বলেনি। বলেছিল একশোবার ন্যানো কারখানা হোক, কিন্তু শিল্পের জমিতে করা হোক। চাষের জমিতে নয়।' কুণাল ঘোষ বলেন, 'সুগন্ধায় দিল্লি রোডের পাশে ১২ একর জমি রয়েছে সাইনোসোর সংস্থার। সেখানেই একলাখি ইলেকট্রিক চারচাকা গাড়ি তৈরি হোক।' প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ শান্তনুকে বলেন, 'আগের দিন যখন শান্তনু ঘোষ আমন্ত্রণ পত্র নিয়ে গিয়েছিলেন, তখনই আলোচনাটা শুরু হয়েছিল। বলেছিলাম, এত বড় একটা জায়গা আপনাদের রয়েছে, যানবাহন তৈরির পরিকাঠামো রয়েছে। অত্যাধুনিক ব্যাটারি চালিত অটো তৈরি করছেন আপনারা। এতে পেট্রোল ডিজেল লাগবে না। এবার এই কারখানা থেকে এক লক্ষ টাকার চারচাকা চাই। সেই চারচাকায় অত্যাধুনিক সমস্ত সুযোগ সুবিধা থাকবে।'

মঞ্চে এসে  শান্তনুবাবু জানান, 'দিওয়ালির পর তাঁদের নতুন গাড়ির লুক বেরোবে। জানুয়ারিতে গাড়ি লঞ্চ হতে পারে।' এরপরেই কুণাল ঘোষ আবার বলেন, সিঙ্গুরে ন্যানো না হওয়ার খেদ মিটবে সুগন্ধায় তৈরি একলাখি গাড়িতে। গাড়ি তৈরি শুরু হলে অনুসারী শিল্প তৈরি হবে। এলাকার ভোল বদলে যাবে। ২০০৬ সালে টাটাদের ন্যানো কারখানার জন্য এক হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছিল সিঙ্গুরে। জোর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছিলেন অনিচ্ছুক কৃষকেরা। গড়ে ওঠে ‘সিঙ্গুর কৃষিজমি রক্ষা কমিটি।’ 

Advertisement

ক্রমে যে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা। আন্দোলনের চাপে কারখানা তৈরি করেও পিছু হটতে হয় টাটাকে। তারপরেই রাজ্যে ক্ষমতার পালাবদল হয়। সিঙ্গুর থেকে টাটা বিদায় নিয়েছে ১৬ বছর হল ।‌ একদিকে শিল্প না হওয়ার দুঃখ কৃষকদের একাংশ মনে, অন্যদিকে অধিকাংশ জমি আর চাষযোগ্য না হওয়ার ক্ষোভ অধিকাংশ অনিচ্ছুক কৃষকদের মনে। এই পরিস্থিতিতেই এখন সুগন্ধায় একলাখি গাড়ি তৈরির স্বপ্ন দেখালেন টিফোজ কারখানার মালিক শান্তনু ঘোষ।

রিপোর্টারঃ রাহি হালদার
 


 

POST A COMMENT
Advertisement