সন্ন্যাসীদের আইনজীবীদের গ্রেফতার নিয়ে ফের সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দু'জন আইনজীবীর একজন আইসিইউতে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন। ৭০ জন আইনজীবীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতারের খবর পাওয়া যাচ্ছে বলে শুভেন্দু জানান।
শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী একই অঙ্গে ভিন্ন রূপ। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। কাল যেভাবে পেট্রোপোলে হাজার হাজার মানুষ বেরিয়ে এসেছেন, কোনও ব্যবস্থা ছাড়াই। আগে যেমন মুখ্যমন্ত্রী মুসলিমদের ভয় পেতেন, এখন হিন্দুদের ভয় পাচ্ছেন। এই কথা বলে মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে যে কয়েক পার্সেন্ট হিন্দু আছেন তাদের রক্ষা করার চেষ্টা করছেন।"
সোমবার বিধানসভা শুরু হতেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের অবস্থানের পাশে থাকবে রাজ্য সরকার বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "গত ১০ দিন ধরে ভারত সরকার নীরব থাকলেও একটা দল সীমান্তে আমদানি-রফতানি বন্ধ করার হুমকি দিচ্ছে। কেন্দ্র সরকার নির্দিষ্ট নির্দেশ দিলেই তা করা সম্ভব।"
পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেন, কেন্দ্র দরকারে শান্তিবাহিনী পাঠাক বাংলাদেশে। বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ”আমরা প্রস্তাব দিলাম। এ নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিন। রাষ্ট্রসংঘের নজরে আনা হোক বিষয়টি।” আরও বলেন, 'ভারত সরকার রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার পুরোপুরি নীরব'। 'প্রধানমন্ত্রী না পারলে বিদেশমন্ত্রী এ বিষয়ে সংসদকে জানান,' বলেও মন্তব্য করেছিলেন তিনি।