Suvendu Adhikari: 'রাজ্য পুলিশের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হবে', হুঁশিয়ারি শুভেন্দুর

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ফোঁস' মন্তব্যে রাজ্য-কলকাতা পুলিশকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্য-কলকাতা পুলিশের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হবে বলে হুঁশিয়ারি শুভেন্দুর। 

Advertisement
'রাজ্য পুলিশের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হবে', হুঁশিয়ারি শুভেন্দুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari attacks Mamata Banerjee: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ফোঁস' মন্তব্যে রাজ্য-কলকাতা পুলিশকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্য-কলকাতা পুলিশের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হবে বলে হুঁশিয়ারি শুভেন্দুর। 

সাংবাদিক বৈঠকে শুভেন্দু এদিন বলেন, "যে পুলিশের দায়িত্ব নারী সুরক্ষা, শিশু সুরক্ষা, মানব পাচার, মাদক পাচার রুখে দেওয়াতে সবার আগে পৌঁছে গিয়ে তাদের কাজ করা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য-কলকাতা পুলিশকে এত নীচে নিয়ে গেছেন এদের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হবে। পুলিশ কন্টেনার, গার্ডরেল নামাচ্ছে, রাস্তা ড্রিল করছে, স্টিলের প্রাচীর বানাচ্ছে, বাঁশের বেড়া ঠেলছেন। কী দৃশ্য পশ্চিমবঙ্গের মানুষ দেখল? আগের দিন রাতে হাজার খানেক মানুষ নিজেদের টিকিট কেটে আসেন। পুলিশও জানত না।" 

শুধু তাই নয়, ছাত্রসমাজের নেতা সায়ন লাহিড়ীকে গ্রেফতারের নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, "সায়ন লাহিড়ীকে বের করব। যা অত্যাচার করছেন তার ফল ভুগতে হবে।" মমতার ফোঁস মন্তব্যে শুভেন্দুর পাল্টা জবাব, "এটা ফোঁস নয়, উত্তর কোরিয়ার কিম জং-এর থেকেও জঘন্য নোংরামি।"

এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতার হুঁশিয়ারি,  "ফোঁস করুন, চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে এবার ফোঁস করতে শিখুন।" আরও বলেন, “আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়। যেটা করার দরকার সেটা আপনারা ভাল বুঝে করবেন।” মমতার ফোঁস মন্তব্যে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সুকান্তর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সহিংসতার পক্ষে মন্তব্য করেছেন। এই অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন।    

POST A COMMENT
Advertisement