Suvendu Adhikari: 'এবারের মিছিল আরও বড় হবে...' রামনবমী নিয়ে হুংকার শুভেন্দুর, কাছে টানলেন দিলীপকেও

রামনবমীর মিছিল নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবারের মিছিল আরও বড় হবে। কোনও দল, কোনও পুলিশ প্রশাসন দিয়ে তা আটকানো যাবে না বলে দাবি তুললেন শুভেন্দু। একথাও জানিয়ে দেন, ২০২৬-এর নির্বাচনে তৃণমূলকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে একসঙ্গে দেখা যাবে শুভেন্দুকে। নিজেই একথা ঘোষণা করেন বিরোধী দলনেতা। 

Advertisement
'এবারের মিছিল আরও বড় হবে...' রামনবমী নিয়ে হুংকার শুভেন্দুর, কাছে টানলেন দিলীপকেওবিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

রামনবমীর মিছিল নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবারের মিছিল আরও বড় হবে। কোনও দল, কোনও পুলিশ প্রশাসন দিয়ে তা আটকানো যাবে না বলে দাবি তুললেন শুভেন্দু। একথাও জানিয়ে দেন, ২০২৬-এর নির্বাচনে তৃণমূলকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে একসঙ্গে দেখা যাবে শুভেন্দুকে। নিজেই একথা ঘোষণা করেন বিরোধী দলনেতা। 

শুভেন্দু এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, "উস্কানি আসে রাজ্যের শাসক দল, পুলিশ ও রাজ্যের প্রশাসনিক কর্ত্রী মুখ্যমন্ত্রীর দিক থেকে। MNREGA-র টাকার দাবিতে ২০২৩ সালে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না দেন। রামনবমীর আগের দিন মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেছিলেন, আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ অশান্তি করবে। তিনি বলেছিলেন, হনুমানরা কাল রাস্তায় নামবে। আমাদের আপত্তি নেই হনুমানকে আমরা পুজো করি। কিন্তু তিনি হিন্দুদের ব্যঙ্গ করেছিলেন।" 

শুভেন্দু আরও বলেন, "মমতা বলেছিলেন, দেখে নেবেন রামনবমীর মিছিল যেন কোনও মুসলিম এলাকা দিয়ে না যায়। এবারও আমরা আশঙ্কা করছি। যেভাবে বাংলাদেশএর মতো রাজাবাজার, বজবজে, বীরভূমে মন্দিরে, মূর্তিতে হামলা করেছে। একই ঘটনা রামনবমীতে ঘটাতে পারে। আমরা পুলিশের প্রোফর্মা পেয়েছি। এটি কেউ ফিল-আপ করবেন না। তাতে কমিটির নাম, পুজোর স্থান, সেক্রেটারির নাম, প্রশেসন হবে কিনা, প্রসেসনের রুট, ওই রুটে অন্য ধর্মের প্রতিষ্ঠান আছে কিনা/ মুসলিম মহল্লার নাম আছে কিনা। অন্য কোনও সম্প্রদায়কে নিয়ে ভাবছেন না মুখ্যমন্ত্রী, রাজীব কুমার ও মনোজ ভর্মা। জেনে রাখুন, হিন্দু পুজোতে গণ্ডগোল করার মতো লোক থাকে না।"

পুলিশের প্রোফর্মা সহ উস্কানি দেওয়ার অভিযোগ তোলেন শুভেন্দু। বলেন, "রামনবমী ২০২৫-এ আবেদন করব গতবছরের অনুমতি ও রুটের কাগজ পুলিশকে দেবেন। নতুন পাঠানো প্রোফর্মা ফিল আপ করবেন না। ২০২৪ সালের পর এটি দ্বিতীয় রামনবমী। এবছর মহাকুম্ভ হয়েছে, তাই হিন্দুদের কাছে এবছর গর্বের। এই বছর রামনবমী সর্বত্র আনন্দ, বীরত্বের সঙ্গে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি। রামনবমীতে এবার এত বড় মিছিল হবে যে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার দিয়েও হিন্দু জনতার জয় শ্রী রাম ধ্বনি আটকাতে পারবেন না। গতবার এগরার মিছিলে হামলা হয়েছি, আমরা ৮ ও ৯ তারিখ মিছিলে থাকব, ক্ষমতা থাকলে আটকান।"

Advertisement

অন্যবার শুভেন্দুর সঙ্গে দিলীপ ঘোষকে দেখা যায় না। তবে এবার দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে ভোট ময়দানে নামবেন বলে দাবি করেন শুভেন্দু। বলেন, "অনেকেই বলেন দিলীপবাবু এলেন শুভেন্দুবাবু নেই। এবার আমি, দিলীপবাবু একসঙ্গে যুক্তি করে একটা দিন ঠিক করেছি। আমরা এবার একসঙ্গে নামব এবং তৃণমূলকে হারাব। দিল্লি কা জিত হামারি হ্যায়, ২৬ মে বাঙ্গাল কি বারি হ্যায়।" আর তা হলে শুভেন্দুর কথা অনুযায়ী তৃণমূলের বিরোধিতায় আগামী নির্বাচনে শুভেন্দু ও দিলীপকে একত্রে লড়াইয়ে দেখা যেতে পারে।

এদিকে আজই দীর্ঘদিন পর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে বিধানসভায় আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁকে পুষ্পস্তবক হাতে তুলে দেন শুভেন্দু। 

POST A COMMENT
Advertisement