মুর্শিদাবাদে অশান্তির ছবি।সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা ঘিরে তেঁতে রয়েছে মুর্শিদাবাদ। অশান্তির ঘটনার মধ্যে পড়ে সুতিতে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।হিংসা-গোলমালের ঘটনায় এখনও পর্যন্ত ১১০ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে। শনিবার সকাল থেকেও মুর্শিদাবাদে উত্তেজনার খবর প্রকাশ্যে এসেছে। গোলমালের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে আগেই বার্তা দিয়েছিল রাজ্য পুলিশ।
পিটিআই সূত্রে খবর, সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি জেলায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। ওই সব জেলায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে খবর। এক পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, 'সুতি থেকে প্রায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। সামশেরগঞ্জে হিংসায় জড়িত থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।'
শুক্রবার অশান্তির পর থেকে শনিবার সকালেও থমথমে সুতি, সামশেরগঞ্জ এলাকা। ওই এলাকাগুলিতে পুলিশের টহলদারি চলছে। সমাজমাধ্যমে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন যে, 'সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। সরকারি আধিকারিকা ভীত সন্ত্রস্ত। একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে...মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নীরব।'
প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত কয়েক দিন ধরেই মুর্শিদাবাদের এলাকায় অশান্তির ছবি প্রকাশ্যে এসেছে। কয়েক দিন আগেই অশান্ত হয়েছিল জঙ্গিপুর এলাকা। সেই ঘটনার কিছু দিনের মধ্যেই ফের নতুন করে শুক্রবার উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে। অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে বলে মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সম্প্রতি সংসদের দুই কক্ষে পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল। তারপরে সেই বিলে রাষ্ট্রপতি সই করায় তা আইনে পরিণত হয়েছে। এই আইনের বিরোধিতায় সরব অনেকে।