বাংলার মোবাইল টাওয়ারে পাকিস্তানের পতাকা, সেলফি তুলছে যুবক! VIRAL VIDEO

পশ্চিম বর্ধমানের কুলটি থানা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। জানা গিয়েছে, একটি মোবাইল টাওয়ারের মাথায় পাকিস্তানের পতাকা উড়তে দেখা গিয়েছে। সেটিতে উঠে ওই পতাকা হাতে সেলফি তুলতেও দেখা গিয়েছে এক যুবককে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in.

Advertisement
বাংলার মোবাইল টাওয়ারে পাকিস্তানের পতাকা, সেলফি তুলছে যুবক! VIRAL VIDEOভাইরাল হওয়া সেই দৃশ্য
হাইলাইটস
  • বাংলার একটি মোবাইল টাওয়ারের মাথায় পাকিস্তানের পতাকা
  • ওই পতাকা হাতে সেলফি তুলছে যুবক
  • ঘটনার ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে

পশ্চিমবঙ্গের মোবাইল টাওয়ারে উড়ছে পাকিস্তানের পতাকা। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কুলটি থানার বরাকরের কমিডাঙালে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। অভিযোগ অন্ধকারে গোপনে কেউ ওই বিশাল টাওয়ারের উপরে পতাকা বেঁধে দিয়ে গিয়েছে। স্থানীয়দের নজরে আসতেই এলাকায় হইচই শুরু হয়। খবর পেয়ে কয়েকজন যুবক টাওয়ারে উঠে পতাকা নামিয়ে দেন। খবর দেওয়া হয় বরাকার পুলিশ স্টেশনে। মুহুর্তের মধ্যে এই পাকিস্তানের পতাকার ছবি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in.

ভাইরাল ওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক টাওয়ারের মাথায় উঠে পাকিস্তানের পতাকা হাতে নিয়ে সেলফি তুলছে। যদিও এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে ওই যুবক স্থানীয় বাসিন্দা হতে পারে।

গোটা বিষয় নিয়ে BJP-র পক্ষ থেকে বরাকার পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং থানার বাইরে বিক্ষোভও দেখিয়েছে গেরুয়া শিবিরের কর্মীরা। তাদের অভিযোগ, বরাকরের মতো শান্ত এলাকায় অশান্তি ছড়ানোর জন্যই এই চক্রান্ত করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে BJP। উস্কানিমূলক আচরণের কারণেই ইচ্ছাকৃত ভাবে এই ঘটনা ঘটনো হচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। 

BJP-র জেলা সহ-সভাপতি কেশব পোদ্দার বলেন, 'আমরা বরাকার পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ জমা দিয়েছি। এই ভাবে পাকিস্তানের পতাকা লাগিয়ে এলাকার আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা চলছে। পুলিশকে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।'

রিপোর্টার: অনিল গিরি

 

POST A COMMENT
Advertisement