scorecardresearch
 

Pakistani Mortar Shell: দিনহাটায় 'পাকিস্তান' লেখা মর্টার উদ্ধার, একেবারে বাংলাদেশ সীমান্তে, কীসের ছক?

ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার ঝিকরি গ্রামে জমি থেকে মর্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে স্থানীয় এক কৃষক জমিতে চাষের কাজ করার সময় লোহার মতো একটি জিনিস দেখতে পান। বাড়ি নিয়ে এসে তিনি দেখতে পান, সেটির গায়ে পাকিস্তান লেখা রয়েছে।

Advertisement
পাকিস্তান লেখা মর্টার শেল উদ্ধার।-কোলাজ পাকিস্তান লেখা মর্টার শেল উদ্ধার।-কোলাজ
হাইলাইটস
  • ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার ঝিকরি গ্রামে জমি থেকে মর্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • সোমবার সকালে স্থানীয় এক কৃষক জমিতে চাষের কাজ করার সময় লোহার মতো একটি জিনিস দেখতে পান।

ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার ঝিকরি গ্রামে জমি থেকে মর্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে স্থানীয় এক কৃষক জমিতে চাষের কাজ করার সময় লোহার মতো একটি জিনিস দেখতে পান। বাড়ি নিয়ে এসে তিনি দেখতে পান, সেটির গায়ে পাকিস্তান লেখা রয়েছে।

বিএসএফের হস্তক্ষেপ
বিষয়টি বুঝতে পেরে কৃষকটি সঙ্গে সঙ্গে স্থানীয় বিএসএফ চৌকিতে খবর দেন। বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মর্টারটি নিরাপদে মাটির গর্তে রেখে সেটিকে বস্তা দিয়ে ঢেকে রাখেন। পরে বিন্নাগুরির বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়।

বোম স্কোয়াডের তৎপরতা
বিন্নাগুরির বোম স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে এসে মর্টারটি নিষ্ক্রিয় করে। তবে সেটি কীভাবে সীমান্ত সংলগ্ন এলাকায় এল, তা নিয়ে বিএসএফ এবং স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন

উদ্ধারের সময় গ্রামে আতঙ্ক
মর্টার উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অনেক গ্রামবাসী জমি থেকে এই ধরনের অস্ত্র উদ্ধারে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে গ্রামবাসীদের মধ্যে কৌতূহলও দেখা দিয়েছে।

তদন্তের দিকনির্দেশ
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি হয়ত পুরনো কোনো সামরিক সরঞ্জাম, যা হয়তো কোনোভাবে সীমান্ত এলাকায় এসে পড়েছে। বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি আন্তর্জাতিক সীমানার কাছে হওয়ায় এর সঙ্গে নিরাপত্তাজনিত কোনও সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Advertisement