পঞ্চায়েত অফিস বন্ধ করে পঞ্চায়েতের কর্মীরা মাতলেন উৎসবে। পঞ্চায়েতের প্রধানসহ পঞ্চায়েত কর্মীরা বিলাসবহুল রিসর্টে পিকনিক করতে চলে গেলেন। এর ফলে সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ বুধবার পঞ্চায়েতের পরিষেবা থেকে বঞ্চিত হলেন কয়েক হাজার মানুষ। এমন অভিযোগই উঠেছে। যদিও পঞ্চায়েত কর্মীরা নাকি ফোনে জানান, তাঁরা মিটিংয়ে বাইরে আছেন।
ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল ব্লকের থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু মণ্ডল-সহ পঞ্চায়েতের সমস্ত কর্মীরা বাগনানের একটি বিলাসবহুল রিসোর্টে পিকনিক করতে চলে যাওয়ায় পঞ্চায়েতে পরিষেবা নিতে আসা মানুষজন পরিষেবা থেকে বঞ্চিত হন বলে অভিযোগ।
এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সাঁকরাইল ব্লকের বিডিও সৈকত দে। তিনি আরও বলেন যে, তাঁদের কাছে এই রকম কোনও নির্দেশ ছিল না।
প্রসঙ্গত, মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার পরিষেবা চালু করেন। কিন্তু এই ধরনের মানসিকতা তৈরি হলে কোনও সরকারি পরিষেবাই সফল হবে না বলে অভিমত বিরোধীদের।
রিপার্টারঃ হিমাদ্রী ঘোষ