খুদে জীবন্ত লক্ষ্মীর হাত দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের ফর্ম দিতে দেখা গেল আসানসোলের পাণ্ডবেশ্বরে। শুনতে অবাক লাগলেও এরকমটাই করে দেখিয়েছে পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম পঞ্চায়েত। ছোট্ট বাচ্চা মেয়েকে মা লক্ষ্মী সাজিয়ে তার হাত দিয়েই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিলি করা হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আলোড়ন ফেলেছে সমগ্র পশ্চিমবঙ্গে।
এই প্রকল্পে তফসিলি মহিলাদের জন্য মাসিক ১০০০ টাকা ও সাধারণদের জন্য মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। রাজ্যজুড়ে হাজার হাজার মহিলা প্রতিদিন লাইন দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করছেন। প্রকল্পের কাজে ব্যস্ত তৃণমূলের একেবারে নীচু স্তর থেকে উচ্চ স্তরের নেতৃত্ব। ব্যস্ততা গ্রামের পঞ্চায়েতগুলিতেও ।
পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিলির জন্য ছোট্ট বাচ্চা মেয়েকে মা লক্ষ্মী সাজিয়ে তাঁর হাত দিয়ে স্থানীয় মহিলাদের ফর্ম দেওয়া হলো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম নিতে এসে শম্পা বাগদি, জবা সৌরা জানান, একেবারে মা লক্ষ্মীর রূপে সজ্জিত বাচ্চা শিশুর হাত থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম নিয়ে অদ্ভুত আনন্দ উপভোগ করছেন তাঁরা।
এ প্রসঙ্গে নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সতন সৌ মণ্ডল জানান,মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফর্ম বিলি হচ্ছে এবং এদিনছিল নবগ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিলির শেষ দিন। তাই শেষ দিনকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ।