Partha Chatterjee Bail: আরও এক মামলায় জামিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। পুজোর আগেই কি তাহলে জেল থেকে বেরতে চলেছেন পার্থ? তুঙ্গে জল্পনা।
সিবিআই মামলায় বড় মোড়
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের ডিসেম্বরে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। সেই মামলাতেই শুক্রবার গুরুত্বপূর্ণ রায় ঘোষণা হল। দীর্ঘ শুনানি শেষে গত ১৫ সেপ্টেম্বর বিচারপতি রায় সংরক্ষণ করেছিলেন। শুক্রবার সকাল সাড়ে দশটায় আদালতে সেই রায় ঘোষণা হল। এর আগে আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে, একাধিক অভিযুক্ত ইতিমধ্যেই জামিন পেয়েছেন। তাই তাঁর মক্কেলকে আর আটকে রাখার যুক্তি নেই। যদিও সিবিআইয়ের দাবি ছিল, পার্থই নিয়োগ দুর্নীতির অন্যতম প্রধান চরিত্র। তিনি বাইরে এলে তদন্তে প্রভাব ফেলতে পারেন।
অভিযুক্ত তালিকা থেকে বাদ পড়েন জামাই
এই মামলায় প্রথমে রাজসাক্ষী হন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য। পরে তাঁকে অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়া হয়।
ইডির মামলায়ও জামিন পেয়েছেন
২০২২ সালের জুলাইতে ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে। বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা ও বিপুল সোনাদানা উদ্ধার হয়। এরপরই গ্রেফতার হন পার্থ ও অর্পিতা দু’জনেই। পরে সিবিআইও নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে। গত অগাস্টে CBI এর মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও, একাধিক কেস ঝুলে থাকায় তিনি জেল থেকে বেরতে পারেননি।
পুজোর আগে জেলমুক্ত পার্থ?
হাইকোর্টের রায়ের ফলে পুজোর আগেই কি জেলমুক্তি হতে চলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর? উৎসবের মরসুমে রাজ্য রাজনীতিতে আপাতত যে বড় আলোড়ন পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।