পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আবেদনের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে (ED) রীতিমতো ভর্ত্সনা করল সুপ্রিম কোর্ট। ইডি-র সাফল্যের হার নিয়েই প্রশ্ন তুলল দেশের শীর্ষ আদালত। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে স্রেফ তদন্তের স্বার্থে কতদিন জেলে রাখা হবে, এই বিষয়টি নিয়েও বিস্ময় প্রকাশ করে সুপ্রিম কোর্ট।
'কত দিন আমরা ওঁকে জেলে রাখব?'
আজ অর্থাত্ বুধবার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ বলেন,'আমরা যদি ওঁর জামিনের আবেদন খারিজ করে দিই, কী হবে? বিচারই শুরু হল না এখনও। এই ১৮৩ জন সাক্ষী রয়েছেন। বিচার প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে। কত দিন আমরা ওঁকে জেলে রাখব? এই মামলায় দু বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে।' এরপরেই ইডি-র তদন্তের সমালোচনা করে বিচারপতি বলেন, 'আপনাদের আনা অভিযোগে কত জন দোষী সাব্যস্ত হয়? এই হার কত? যদি এটা ৬০-৭০ শতাংশ হয়, তা হলে অন্তত বোঝা যায়। কিন্তু এই হার খুবই কম।' ইডি-র আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুকে দুই বিচারপতির বেঞ্চ বলেন, 'যদি শেষ পর্যন্ত উনি দোষী সাব্যস্ত না হন, কী হবে? আড়াই-তিন বছর অপেক্ষা কম সময় নয়।'
ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে: ED
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগি এরপর সওয়ালে বলেন, ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। সেই থেকে তিনি জেলে রয়েছেন। ৭৩ বছর বয়স আমার মক্কেলের। একাধিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। এরপরেই ইডি-র আইনজীবী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে বলেন, ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। ৫০ হাজারের বেশি চাকরিপ্রার্থীর ক্ষতিগ্রস্ত। পার্থ চট্টোপাধ্যায় প্রভাব খাটিয়ে ডাক্তারদের দিয়ে এমন সার্টিফিকেট তৈরি করাচ্ছেন, যাতে মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পেয়ে যান, এই অভিযোগও করেন ইডি-র আইনজীবী। ইডির হয়ে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়েছিল, সেই অর্পিতা পার্থর চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তা ছাড়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী হিসাবে তাঁর আমলেই দুর্নীতি ছড়ায় বলে আদালতে দাবি করে ইডি।
সব পক্ষের সওয়াল শোনার পর সুপ্রিম কোর্ট জানায়, আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।