North Bengal News: রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য সরকারি হাসপাতালে

North Bengal News: এক যুবতীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মহকুমা হাসপাতালে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ওই জেলার বাসিন্দা মৌসুমী মাড্ডি (২১)। ঘটনায় হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্য-সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

Advertisement
রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য সরকারি হাসপাতালেরোগীকে ভুল ব্লাড গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ
হাইলাইটস
  • এক যুবতীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মহকুমা হাসপাতালে।

এক যুবতীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মহকুমা হাসপাতালে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ওই জেলার বাসিন্দা মৌসুমী মাড্ডি (২১)। ঘটনায় হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্য-সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তড়িঘড়ি মালদায় স্থানান্তরিত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। 

গত বৃহস্পতিবার দুপুরে কুশমন্ডি ব্লকের আকচা গ্রাম পঞ্চায়েতের গোয়ালগ্রাম এলাকার স্বামী পরিত্যক্তা আদিবাসী যুবতী মৌসুমী মাড্ডি রক্তাল্পতা নিয়ে কুশমন্ডি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। যুবতীর বাবা সাগর মাটি ও তাঁর বোন জয়ন্তি মাড্ডিকে কুশমন্ডি হাসপাতালের চিকিৎসকেরা জানান, তাঁকে উন্নততর চিকিৎসার জন্য গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে কালদিঘিতে নিয়ে যেতে হবে। সেদিন রাতেই তাঁকে পরিবারের লোকজনেরা গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার রাতে সাধারণ বেডে ভর্তি থাকাকালীন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা অসুস্থ মৌসুমীর শরীরে রক্ত দিতে হবে বলে আত্মীয়-স্বজনদের হাতে রক্তের নমুনা তুলে দেন।

মৌসুমীর পরিবারের লোকজনদের দাবি, চিকিৎসকের নির্দেশের পরেই গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক থেকে নমুনা দেখিয়ে রক্ত নিয়ে আসা হয়। রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, (A +) রক্ত রোগীকে দেওয়ার কথা থাকলেও ব্লাড ব্যাঙ্ক থেকে (AB +) রক্ত দেওয়া হয়। আরও অভিযোগ, হাসপাতালে চিকিৎসক ও নার্সেরা তা পর্যবেক্ষণ না করেই মৌসুমীর শরীরের সেই গ্রুপের রক্ত দিয়ে দেন। অভিযোগ, এর পরেই ধীরে ধীরে অসুস্থ হতে থাকে মৌসুমী। শনিবারে তাঁর অবস্থা আরও খারাপ হলে সকালে তাঁকে মহকুমা হাসপাতালের ICU বিভাগে ভর্তি করা হয়।

এই ঘটনায় রোগীর পরিজনদের মধ্যে ক্ষোভ জমতে থাকে। রবিবার দুপুর থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ভিড় জমাতে থাকেন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্ত্বরে। পরিস্থিতির সামাল দিতে  গঙ্গারামপুর থানার পুলিশ আসে  হাসপাতালে। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বাবু সোনা সাহা জানান রোগীর উন্নত চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোগীর আত্মীয় বোন সবিতা হেমব্রম বলেন, ‘যাঁরা এমন করল তাঁদের কঠোর শাস্তির দাবি জানাই।

Advertisement

 

রিপোর্টারঃ মৃদুল হোড়

POST A COMMENT
Advertisement