scorecardresearch
 

Modi-Mamata Meeting: মোদী-মমতা বৈঠক, তথাগতর ট্যুইট, 'আশ্বস্ত করুন, কোনও সেটিং নেই...'

Modi-Mamata Meeting: দিল্লিতে আজ মোদী-মমতা বৈঠক। রাজ্যে লাগাতার ইডি-সিবিআইয়ের থাবায় শাসক দলের নেতা-মন্ত্রীরা। এরই মধ্যে পরপর দু'বছর নীতি আয়োগের বৈঠক এড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন ইডি'র হেফাজতে। এর মধ্যে মমতার দিল্লি সফর ও বৈঠক নিয়ে বিরোধী খোঁচায় দল। অনেকেই একে মোদী-মমতার 'সেটিং', বলে কটাক্ষ করছে।  

প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • দিল্লিতে আজ মোদী-মমতা বৈঠক
  • রাজ্যে লাগাতার ইডি-সিবিআইয়ের থাবায় শাসক দলের নেতা-মন্ত্রীরা
  • এরই মধ্যে পরপর দু'বছর নীতি আয়োগের বৈঠক এড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Modi-Mamata Meeting: দিল্লিতে আজ মোদী-মমতা বৈঠক। রাজ্যে লাগাতার ইডি-সিবিআইয়ের থাবায় শাসক দলের নেতা-মন্ত্রীরা। এরই মধ্যে পরপর দু'বছর নীতি আয়োগের বৈঠক এড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন ইডি'র হেফাজতে। এর মধ্যে মমতার দিল্লি সফর ও বৈঠক নিয়ে বিরোধী খোঁচায় দল। অনেকেই একে মোদী-মমতার 'সেটিং', বলে কটাক্ষ করছে।  

সিপিএম নেতা মহম্মদ সেলিম প্রশ্ন তুলেছিলেন, ম্যাচ ফিক্সিংয়ের অঙ্গ এই মিটিং। তিনি মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। কিন্তু তার জন্য কেন একান্তে সাক্ষাৎ? আমলাদের থাকা উচিত ছিল।

এরই মধ্যে ট্যুইট করেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। ট্যুইটে তিনি লেখেন,"কলকাতা এখন 'সেটিং’-এর আশঙ্কায় ভুগছে। এর মানে যেন মোদীজি এবং মমতার মধ্যে একটি গোপন বোঝাপড়া চলছে। এতে তৃণমূলের চোর অথবা বিজেপি কর্মীদের খুনিরা মুক্ত হবে। অনুগ্রহ করে আমাদের বোঝান যে এরকম কোন 'সেটিং' বৈঠকে হবে না।"

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করে সুযোগ খোঁজেন প্রতিবার। আমরা চাই কেন্দ্র যেন তার পরিকল্পনায় সহায়তা না করে।

যদিও, তৃণমূলের সুখেন্দু শেখর রায় এসমস্ত দাবি উড়িয়ে দেন।