PM Narendra Modi Durgapur: ‘মুর্শিদাবাদের মতো জেলায় যখন ছোটখাটো বিষয়েও দাঙ্গা হয়, হিংসা হয়, আর পুলিশ একতরফা পদক্ষেপ নেয়, সেখানে কেউ কীভাবে বিনিয়োগ করবে?’ মঙ্গলবার দুর্গাপুরে বিজেপির সভামঞ্চ থেকে প্রশ্ন ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi Durgapur Rally)।
প্রধানমন্ত্রী বলেন, 'এই মাটি অনুপ্রেরণায় ভরা। এখান থেকেই দেশের প্রথম শিল্প মন্ত্রী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উঠে এসেছিলেন। তিনিই ভারতকে প্রথম শিল্প নীতি দেন। বিধানচন্দ্র রায়ের মতো মানুষ এই মাটিতে জন্মেছেন, যিনি দুর্গাপুরকে বড় স্বপ্ন আর পরিকল্পনার লক্ষ্যে বেছে নিয়েছিলেন।'
মোদী বলেন, 'এই বাংলায় দ্বারকানাথ ঠাকুর ছিলেন। যিনি তখনকার গোলামির আমলেও ব্যাঙ্কিং ব্যবস্থার ভিত গড়ে দিয়েছিলেন। অথচ আজকের বাংলায় সেই ঐতিহ্য কোথায়?'
প্রধানমন্ত্রীর দাবি, 'আজকের পশ্চিমবঙ্গের নতুন প্রজন্মকে ছোট ছোট চাকরির জন্যও অন্য রাজ্যে যেতে হচ্ছে। দুর্গাপুর, বর্ধমান, আসানসোল—এককালে এই অঞ্চলের হাত ধরেই ভারতের অর্থনৈতিক উন্নয়ন এগিয়েছিল। অথচ আজ এখানে নতুন শিল্প তো আসছেই না, বরং যা আছে তাতেও তালা পড়ে যাচ্ছে।'
মোদীর কথায়, 'বাংলাকে এই অবস্থা থেকে বের করে আনতে হবে। আজ যেসব প্রকল্প দুর্গাপুর থেকে চালু করা হল, তা তারই প্রতীক।'
তিনি বলেন, 'বাংলার মানুষ জানেন, একবিংশ শতকের সময়টা নতুন প্রযুক্তির। বাংলার শিল্পেরও সেই প্রযুক্তি দরকার। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে কয়েক বছরের মধ্যেই বাংলা দেশের শিল্পের কেন্দ্রে পরিণত হবে। কারণ এখানে পরিশ্রমী কর্মীর অভাব নেই।'
মোদীর অভিযোগ, 'বাংলায় উন্নয়নের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে তৃণমূল সরকার। দিন বদলালে, তৃণমূল গেলে তবেই আসল পরিবর্তন আসবে। সেই দিন বাংলার বিকাশের নতুন গতি শুরু হবে।'
তিনি বলেন, 'বাংলার বন্দর রয়েছে, আমদানি-রফতানির সুযোগ রয়েছে। মেক ইন ইন্ডিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি রয়েছে। তবু শিল্প আসছে না। কারণ বিনিয়োগকারীদেরও ভয় রয়েছে। যেখানে মুর্শিদাবাদের মতো জায়গায় ছোটখাটো বিষয়েও দাঙ্গা হয়, হিংসা হয়, পুলিশ একতরফা পদক্ষেপ নেয়, সেখানে কেউ কীভাবে বিনিয়োগ করবে? যেখানে ন্যায়ের আশাটুকু নেই, সেখানে বিনিয়োগ আসবে কী করে?'
মোদীর বক্তব্য, 'এই রাজ্য সরকার মানুষের প্রাণ বাঁচাতে পারে না। দোকানপাটের সুরক্ষা দিতে পারে না। নতুন প্রজন্মের শিক্ষা ও প্রশিক্ষণে বিনিয়োগ প্রয়োজন। কিন্তু যতদিন তৃণমূল সরকার থাকবে, ততদিন তা হবে না।'