সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে চুরির কিনারা করল পুলিশ। চুরির ৪৮ ঘণ্টার মধ্যেই চোরকে ধরা হয়েছে। চুরি যাওয়া পদ্মশ্রী-সহ অন্যান্য পদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চুরির কিনারা হওয়াতে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সাঁতারু। রবিবার শ্রীরামপুর ডিসিপি অফিসে সাংবাদিক বৈঠক করে পুলিশ। সেখানে জানানো হয়েছে, চুরি যাওয়া ২৯৫টি পদক উদ্ধার করা গিয়েছে। সেগুলো বুলা চৌধুরীর হাতে তুলে দেওয়া হবে।
গত শুক্রবার হুগলির হিন্দমোটর দেবাইপুকুরে বুলার বাড়িতে চুরি হয়। বুলা হিন্দমোটরের বাড়িতে নিয়মিত থাকেন না। ফাঁকা বাড়ি পেয়ে পদ্মশ্রী-সহ সমস্ত পদক চুরি করে নিয়ে যায় চোর। চুরির খবর পেয়ে কলকাতা থেকে হিন্দমোটরে যান বুলা। সমস্ত পদক চুরি হয়েছে দেখে হাউমাউ করে কেঁদে ফেলেন তিনি।
মামলা দায়ের করে চুরির তদন্ত নামে পুলিশ। তদন্তে যায় সিআইডি-র টিমও। চুরির তদন্তে সাঁতারুর বাড়িতে দুই সদস্যের ফরেন্সিক, দুই সদস্যের ফিঙ্গারপ্রিন্ট টিমও এসেছিল। কয়েক জন সন্দেহভাজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে এক জনকে জিজ্ঞাসাবাদ করে চুরির তথ্য মেলে। রিষড়ার বাসিন্দা চোরকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় বুলার পদশ্রী-সহ সমস্ত মেডেল। রবিবার শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, বুলা চৌধুরীর মেডেলগুলি উদ্ধার করার জন্য বিশেষ দল গঠন করে তদন্ত শুরু হয়। সাহায্য নেওয়া হয়েছিল সিআইডি-র। ২৯৫টি মেডেল উদ্ধার করা হয়েছে। এদিকে পদক ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান বুলা চৌধুরী।