আরজি কর নিয়ে রাজ্য এমনিতেই তোলপাড়। তার মধ্য়েই এবার আলু সঙ্কটে পড়তে পারে রাজ্যবাসী। কারণ শনিবার রাত থেকেই কর্মবিরতিতে নামছেন আলু ব্যবসায়ীরা। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তাদের তরফে জানানো হয়েছে, শনিবার রাত থেকেই আলু কেনা বেচা এবং বিভিন্ন স্থানে আলু সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ রাজ্যে আলু যেমন কেনা বেচা হবে না, তেমনি এক জায়গা থেকে অন্য জায়গায় আলু যাবেও না। আর তার ফলে কয়েকদিনের মধ্যে বাজারগুলিতে আলুর সঙ্কট তৈরি হবে।
অন্য রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে পুলিশি বাধার অভিযোগ তুলে ২০ জুলাই রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ৫ দিন টানা সেই কর্মবিরতি চলে। রাজ্যের বাজারগুলিতে সে সময় আলুর সঙ্কট তৈরি হয়। আলুর দাম আচমকা বেড়ে যায়। যার কারণে সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করে। সেই সময় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সমস্যা মেটানো নিয়ে পদক্ষেপ করবেন বলে জানান। সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তও নেন আলু ব্যবসায়ীরা।
শুক্রবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিটির পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, ব্যবসায়ীদের তরফে কোয়ালিটি অনুযায়ী কেজি প্রতি ২৩ টাকা থেকে ২৫ টাকা দামে নভেম্বর মাস পর্যন্ত কোল্ড স্টোরেজ থেকে আলু সরবরাহের লিখিত ভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারি তরফে। তারপরেও ভিন রাজ্যে আলু পাঠানোর কোনও সুনির্দিষ্ট নীতি নির্দেশিকা পাওয়া যায়নি। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার এনিয়ে কোনও পদক্ষেপ নেয়নি। তাই হঠাৎ করে ভিন রাজ্যে আলু সরবরাহের ওপর রাজ্যের জেলার, প্রতিটি থানার বর্ডারে অহেতুক হয়রানি বন্ধ ও সরকারি অঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শনিবার রাত থেকে কর্মবিরতি শুরু হচ্ছে। ব্যবসায়ীদের আরও দাবি, কোল্ড স্টোরেজের বাজার ব্যবসায়ীদের খানিকটা হাতে থাকলেও খোলা বাজারের নিয়ন্ত্রণ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হাতে নেই।