বাংলায় বর্ষা ঢুকতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি। মনে করা হচ্ছে জুনের প্রথম সপ্তাহে বর্ষা ঢুকবে বঙ্গে। ইতিমধ্যে কেরালা ও মুম্বইয়ে বর্ষার আগমন হয়েছে। সময়ের অনেক আগেই বর্ষার আগমন। বাংলায় নিম্নচাপের কারণে লাগাতার বৃষ্টি হচ্ছে। আজ থেকে আগামী সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন।
গোটা দেশে মৌসুমী বায়ুর প্রভাবে সময়ের আগেই ঢুকছে বর্ষা। বাংলাও ব্যাতিক্রম নয়। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে বঙ্গে দক্ষিণ পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ুর প্রভাবে প্রবেশ করতে পারে বর্ষা। তবে আজ মঙ্গল ও বুধবার পর্যন্ত বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে।
সপ্তাহভর বৃষ্টি চলার পূর্বাভাস
উত্তরবঙ্গে ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলায় মেঘ আরও বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। তবে সেই সঙ্গে ভ্যাপসা গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আজ, মঙ্গলবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
উত্তাল সমুদ্র
মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হয়ে যাবে। যে কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সপ্তাহভর ঝড়বৃষ্টির হবে। উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার থেকে ভারী বৃষ্টি
আজ নিম্নচাপ তৈরি হলে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির বেশি থাকবে। ধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।
বঙ্গে বর্ষা ঢুকবে কবে? (Monsoon to enter in Bengal)
পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকতে পারে। এরপরই দক্ষিণলঙ্গে ঢুকবে বর্ষা। আজ মঙ্গলবার দিনভর মেঘলা আকাশ থাকবে। সঙ্গে ভ্যাপসা গরমও থাকবে।