২০২২ সালের প্রাথমিক শিক্ষকের শূন্যপদে নিয়োগ নিয়ে গত ৪ এপ্রিল রায়দান করেছিল সুপ্রিম কোর্ট। এবার সেই রায় খতিয়ে দেখে তা আগামী ৬ সপ্তাহের মধ্যে কার্যকর করার নির্দেশ দেওয়া হল বোর্ড ও রাজ্যকে। এপ্রিল মাসে আদালত জানিয়েছিল, ২ হাজার ২০০ শূন্যপদে টেট উত্তীর্ণ DLED প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ করা যেতে পারে। কিন্তু এতদিন কেটে গেলেও তা কার্যকর হয়নি। ফলে ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা।
শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি পি নরসিংহ ও বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চকে বোর্ডের আইনজীবী জয়দীপ গুপ্ত জানান, রায় নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করে তা কার্যকর করার কাজ শুরু হবে। চাকরিপ্রার্থীদের একটি অংশের আইনজীবী এস পার্দিওয়ালা ৬ সপ্তাহের মধ্যে সময় বেঁধে দেওয়ার আবেদন করেন। চাকরিপ্রার্থীদের আরও এক তরফে আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, ' ৬ সপ্তাহ বাদে ওদের আলোচনার পর আবার আমাদের আদালতে আসতে হবে? শুধু আলোচনা নয়, নির্দেশ কার্যকর করতে হবে।'
উল্লেখ্য, ২০২২ সালে প্রাথমিকে ১১ হাজার ৭৬৫ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ডিএলএড প্রশিক্ষণরত প্রথম বর্ষের উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। সে সময় ডিএলএড প্রশিক্ষিত টেট উত্তীর্ণদের নিয়োগের পরও ২২০০ শূন্যপদ থেকে যায়। সেই শূন্যপদে প্রশিক্ষণরতদের নিয়োগ করা যেতে পারে বলে রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে ডিভিশন বেঞ্চে সেই রায় খারিজ হয়ে যায়। প্রশিক্ষণরতরা তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এরপরই শুক্রবার বড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।