এবার কোর্টে মুখোমুখি হবেন দুই নেতা?ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে সম্প্রতি 'জঙ্গি' বলে মন্তব্য করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শুধু জঙ্গি নয় এর আগেও প্রকাশ্যে ভাইজান নওশাদের বিরুদ্ধে মানুষকে 'জানে শেষ করে দেওয়ার' অভিযোগ তুলেছিলেন শওকত। এনিয়ে এবার আইনি পদক্ষেপ করতে চলেছেন 'ভাইজান' নওশাদ। তিনি পাল্টা বলেছেন, 'শওকত মোল্লাকে আমি কোর্টে টেনে আনব। কোর্টের মাধ্যমে এর জবাব দেব।' নওশাদের পাল্টা দাবি, আমি যদি দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকি তা হলে কেনও স্পিকার আমাকে বিধানসভায় কেনও ঢুকতে দিচ্ছে?
প্রসঙ্গত কিছুদিন আগেই সম্মানহানির অভিযোগে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে আইনি নোটিস পাঠান শওকত মোল্লা। বেশ কয়েকদিন ধরেই একে অন্যের বিরুদ্ধে বিষোদগার চলছিল প্রকাশ্যেই। এবার বিষয়টি গড়াল আদালত পর্যন্ত। কিছুদিন আগেই ওই দাপুটে তৃণমূল নেতা,প্রকাশ্যে দাবি করেন ওই বিধায়কের পরিবারের অনেকেই কনট্রাকটরির সঙ্গে যুক্ত। ওই বিধায়ক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগও করেছিলেন তিনি। পাশাপাশি ভাঙড়ে ছাত্র, শীতবস্ত্র, কম্বল দেওয়ার নাম করেও তোলাবাজি হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। এই ঘটনায় এবার সম্মানহানির অভিযোগে ওই দাপুটে তৃণমূল নেতাকে আইনি নোটিস পাঠালেন বিধায়ক। আমরা বলছি ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কথা। ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের নামে আইনি নোটিস পাঠিয়েছেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
সংবাদদাতাঃ সুজয় ঘোষ