Co Operative Election: শুভেন্দুর গড়ে ফের সমবায় নির্বাচনে জয় তৃণমূলের, ধরাশায়ী বিজেপি

Co Operative Election: ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরে ভিত শক্ত করছে রাজ্যের শাসক দল। একের পর এক সমবায়ের নির্বাচনে মিলছে তারই প্রমাণ। শুভেন্দুর গড়ে আবার বড় জয় পেল তৃণমূল কংগ্রেস। বিজেপিকে বড় ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে নিল ঘাসফুল শিবির।

Advertisement
শুভেন্দুর গড়ে ফের সমবায় নির্বাচনে জয় তৃণমূলের, ধরাশায়ী বিজেপিসমবায় সমিতির ভোটে জয়ী তৃণমূল
হাইলাইটস
  • ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরে ভিত শক্ত করছে রাজ্যের শাসক দল।

২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরে ভিত শক্ত করছে রাজ্যের শাসক দল। একের পর এক সমবায়ের নির্বাচনে মিলছে তারই প্রমাণ। শুভেন্দুর গড়ে আবার বড় জয় পেল তৃণমূল কংগ্রেস। বিজেপিকে বড় ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে নিল ঘাসফুল শিবির। সমবায়ের ৯ টি আসনের ৯ টিতেই জয়লাভ করল  শাসক শিবির। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ নং ব্লকের  মহম্মদপুর ১ ও ২ অঞ্চলের অন্তর্গত মহম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। 

এই সমবায়ের মোট আসন সংখ্যা ছিল ৯ টি । মোট ভোটার সংখ্যা ৭৭৫ জন। নির্বাচনের নিরিখে ভোট পরেছে ৬২৪টি। বাতিল ভোট সংখ্যা ৪৭ টি। নির্বাচন শেষে দেখা যায়  ৯ টির মধ্যে ৯ টি আসনেই তৃণমূল কংগ্রেসের সমর্থিত সমবায়ের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। রাম-বাম জোট প্রার্থী দিয়েছিল কিন্তু কোনও খাতা খুলতে পারল না বিজেপি। জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কর। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আবির খেলায় মেতে ওঠেন ফলাফল ঘোষণার পরই। এই বিষয়ে ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন চন্দ্র মণ্ডল বলেন, এই জয় উন্নয়নের পক্ষে জয় এবং সকল ভোটারদের শুভেচ্ছা জানাই। 

শুভেচ্ছা জানিয়েছেন ভগবান পুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের সৈনিক অরুপ সুন্দর পণ্ডা ও ভগবান পুর ১ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌরভ কান্তি বেরা। সৌরভ বাবু বলেন, বিরোধীদের কুৎসার জবাব দিল এই সমবায়ের ভোটার গণ। ভগবানপুরের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখানে রাম বাম জোট কোনও জায়গায় নেই। অপরদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় সমবায় একটা সুনির্দিষ্ট সংখ্যা ভোটারদের নিয়ে ভোট। কারচুপি করে তারা ভোটে জিতেছে এবং সমবায়ের দখল নিয়েছে। তবে তৃণমূল যদি ভেবে থাকে যে এই সমবায়ের নির্বাচনের নিরিখে তারা বিধানসভা নির্বাচন জিতবে তাহলে তারা ভুল করছে। কারণ আগামি বিধানসভা ভোটে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো রাজ্যজুড়ে।

Advertisement

রিপোর্টারঃ চন্দন সেনাপতি

POST A COMMENT
Advertisement