পুরুলিয়া পৌরসভার অপসারিত পৌরপ্রধানকে লাঠি দিয়ে মাথায় আঘাত, গুরুতর জখম

রাজ্য রাজনীতিতে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা। কোনও কোনও ঘটনা তো রীতিমতো শিরোনামে উঠে আসে। এবার ফের একবার তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। যদিও এবারের ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। দলীয় কার্যালয়ে থাকাকালীন হটাৎ তৃণমূল নেতা তথা সদ্য অপসারিত পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধানের উপর অতর্কিত হামলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে।

Advertisement
পুরুলিয়া পৌরসভার অপসারিত পৌরপ্রধানকে লাঠি দিয়ে মাথায় আঘাত, গুরুতর জখম পুরুলিয়া মিউনিসিপ্যালিটি
হাইলাইটস
  • রাজ্য রাজনীতিতে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা
  • এবারের ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়
  • দলীয় কার্যালয়ে থাকাকালীন হটাৎ তৃণমূল নেতা তথা সদ্য অপসারিত পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধানের উপর অতর্কিত হামলার অভিযোগ

রাজ্য রাজনীতিতে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা। কোনও কোনও ঘটনা তো রীতিমতো শিরোনামে উঠে আসে। এবার ফের একবার তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। যদিও এবারের ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। দলীয় কার্যালয়ে থাকাকালীন হটাৎ তৃণমূল নেতা তথা সদ্য অপসারিত পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধানের উপর অতর্কিত হামলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে খবর, ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ কালিন্দী নামে এক যুবক হটাৎই হাতে একটি মোটা লাঠি নিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা সদ্য অপসারিত পৌরপ্রধান নবেন্দু মাহালির উপরে অতর্কিত হামলা চালায়। ঘটনায় গুরুতর জখম হন নবেন্দু মাহালি। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনায় অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।

এই বিষয়ে নবেন্দু মাহালি জানান, প্রতিদিনের মতোই তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য কার্যালয়ে ছিলেন। হঠাৎ করেই এক যুবক একটি মোটা লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করে। তাঁকে প্রাণে শেষ করার চেষ্টা করা হয় বলেই অভিযোগ অপসারিত পৌরপ্রধানের। আর এই ঘটনার জন্য ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানউতোর।

মাথায় রাখতে হবে, সামনেই ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। ফলে ইতিমধ্যেই গরম রয়েছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। মাঝেমধ্যেই মারধরের ঘটনা সামনে আসছে। আর এমন পরিস্থিতিতেই পুরুলিয়ার এই ঘটনা সামনে এল। যার ফলে আবার নতুন করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীদের একাংশ। যদিও ইতিমধ্যেই অভিযুক্তকে পাকড়াও করে ফেলেছে পুলিশ। 

(রিপোর্টার - সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়)

POST A COMMENT
Advertisement