গরমে হাঁসফাঁস রাজ্যবাসীর জন্য কিছুটা স্বস্তির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদেরা। পাশাপাশি কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। ফলে তীব্র গরম ও অস্বস্তি কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ ১০ মে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টি হতে পারে।
১১ মে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পুরুলিয়ার বিভিন্ন অঞ্চলে। বজ্রপাতের সঙ্গেও থাকতে পারে বৃষ্টি।
১২ ও ১৩ মে বৃষ্টি পৌঁছাবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও। ১৪ ও ১৫ মে ঝড়বৃষ্টির দখলে থাকতে পারে গোটা দক্ষিণবঙ্গ। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়ে।
উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ যাবে না বৃষ্টির হাত থেকে। ১৫ মে পর্যন্ত সেখানে মাঝেমধ্যেই বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। এতে উত্তরের জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
গরম থেকে সম্পূর্ণ স্বস্তি এখনই মিলছে না। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ১৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় গরম এবং অস্বস্তি বজায় থাকবে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
দুই বঙ্গেই আগামী দু’দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। একইভাবে উত্তরবঙ্গেও সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রাজ্যবাসীর জন্য তাই পরামর্শ, বাইরে বেরোলে উপযুক্ত সুরক্ষা নিয়ে বেরোনোই ভালো। গরম ও সম্ভাব্য ঝড়বৃষ্টি, দু’য়ের দিকেই নজর রাখতে হবে।