Rain Forecast Weather: বুধ থেকেই আবহাওয়ায় বড় বদল, ৩ জেলায় বৃষ্টিরও পূর্বাভাস

জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই পাততাড়ি গোটাচ্ছে শীত? হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার থেকেই বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে শীত ভাব ফিকে হবে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে রয়েছে ঠিকই। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ভাব মালুম হচ্ছে। অন্য দিকে, ৩ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Advertisement
বুধ থেকেই আবহাওয়ায় বড় বদল, ৩ জেলায় বৃষ্টিরও পূর্বাভাসআবহাওয়ার বড় বদলের সম্ভাবনা।
হাইলাইটস
  • জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই পাততাড়ি গোটাচ্ছে শীত?
  • হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার থেকেই বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা।
  • ৩ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই পাততাড়ি গোটাচ্ছে শীত? হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার থেকেই বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে শীত ভাব ফিকে হবে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে রয়েছে ঠিকই। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ভাব মালুম হচ্ছে। অন্য দিকে, ৩ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


বাড়বে তাপমাত্রা

আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪ দিন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে
বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৪ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে বাড়বে। 

ফের বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস জানিয়েছে, আজ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। 

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৩ ফেব্রুয়ারি
পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৩ ফেব্রুয়ারি
 পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম।  শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৫ শতাংশ এবং ন্যূনতম ৩৬ শতাংশ।

POST A COMMENT
Advertisement