scorecardresearch
 

Bengal Weather Update: সরস্বতী পুজোয় ৫ জেলায় বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের

শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামল ১৫ ডিগ্রির নীচে। যার জেরে মাঘের শেষলগ্নে জাঁকিয়ে শীতের আমেজ মালুম হচ্ছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। তবে এই শীত বেশিদিন স্থায়ী হবে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীঘ্রই ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

Advertisement
সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাস। সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাস।
হাইলাইটস
  • শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামল ১৫ ডিগ্রির নীচে।
  • জাঁকিয়ে শীতের আমেজ মালুম হচ্ছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়।
  • আগামী ৫ দিন মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। 

সপ্তাহান্তে আরও পারদ নামল কলকাতায়। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামল ১৫ ডিগ্রির নীচে। যার জেরে মাঘের শেষলগ্নে জাঁকিয়ে শীতের আমেজ মালুম হচ্ছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। তবে এই শীত বেশিদিন স্থায়ী হবে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীঘ্রই ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে। অন্য দিকে, আগামী সপ্তাহে রাজ্যের কয়েকটি জেলায় আবার বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। 


কলকাতায় কত তাপমাত্রা?

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের কমল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ডিগ্রি ১৪.৬ সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল  ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং ন্যূনতম ৩৭ শতাংশ। 

আরও পড়ুন


বৃষ্টির পূর্বাভাস

আগামী মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে বৃষ্টি হতে পারে। বুধবার, সরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আগামী ৫ দিন মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। 

শীত আর কতদিন?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপরে ৪ দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রার হেরফের হবে না। তারপরে ৪ দিনে তাপমাত্রার ২-৪ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। 

Advertisement

কোথায় কত তাপমাত্রা? 

শনিবার দার্জিলিঙে পারদ নেমেছে ৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ নেমেছে ৮.৪ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১৩.৭ ডিগ্রিতে। কালিম্পঙে পারদ নেমেছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় পারদ নেমেছে ৮.১ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯.৮ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ১৩.৪ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।  শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১১ ডিগ্রি। 

Advertisement