শীতের শিরশিরানি শুরু হয়ে গিয়েছে কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১৭ ডিগ্রির ঘরে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখন থেকেই জাঁকিয়ে শীত। পুরুলিয়ায় পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রির ঘরে। শীতের শুরুতে এমন আবহে ফের বৃষ্টির ভ্রুকুটি। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় ভোরের দিকে হাল্কা কুয়াশা থাকতে পারে।
কোন জেলায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, আলিপুরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি, দমদমে ১৭.১ ডিগ্রি, উলুবেড়িয়ায় ১৫.৪ ডিগ্রি, ডায়মন্ড হারবারে ১৬.৯ ডিগ্রি, দিঘায় ১৬.১ ডিগ্রি, কৃষ্ণনগরে ১৪.২ ডিগ্রি, বাঁকুড়ায় ১৫.৩ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৪.৬ ডিগ্রি, ক্যানিংয়ে ১৫.৬ ডিগ্রি, বর্ধমানে ১৫ ডিগ্রি, পানাগড়ে ১৫.১ ডিগ্রি, পুরুলিয়ায় ১০.৫ ডিগ্রি, ঝাড়গ্রামে ১২.৫ ডিগ্রি, কল্যাণীতে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
অন্য দিকে, উত্তরবঙ্গের দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ৬.৬ ডিগ্রিতে। কালিম্পঙে তাপমাত্রা ১২ ডিগ্রি।
কোন কোন জেলায় বৃষ্টি?
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।৩০ নভেম্বর উত্তর ২৪ পরগনার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৩ ডিভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কেমন থাকবে তাপমাত্রা?
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপরে ২-৩ ডিগ্রি করে বাড়তে পারে তাপমাত্রা। আগামী ২ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং ন্যূনতম ৫১ শতাংশ।