অসহ্য গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। সাময়িক স্বস্তি দিয়েছে শনিবারের বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে এভাবেই বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ভ্যাপসা গরম কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় অস্বস্তিকর গরমে নাজেহাল মানুষ। আর্দ্রতাজনিত অস্বস্তি সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে পশ্চিমের জেলা গুলিতে। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাসও রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।
কলকাতায় বৃষ্টি কবে?
শহর কলকাতায় উইকএন্ডেই হাওয়ার পরিবর্তন। শনিবার বিকেলে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে রবিবার শহরে বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত অঞ্চল জুড়ে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটারের বেশি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা খুব একটা পরিবর্তন না হলেও সোমবারের মধ্যে তা কমার সম্ভাবনা রয়েছে।