Rampurhat case: ছাত্রীকে ধর্ষণ করে খুন! রামপুরহাট কাণ্ডে মাত্র ১০ দিনেই চার্জশিট পেশ পুলিশের

রামপুরহাটের সপ্তম শ্রেণির ছাত্রীর ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডে তদন্তে গতি আনল পুলিশ। ঘটনার মাত্র ১০ দিনের মাথায় শুক্রবার আদালতে চার্জশিট পেশ করেছে তারা। চার্জশিটে অভিযুক্ত স্কুলশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ আনা হয়েছে। আদালত আগামী ২৮ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেছে। ততদিন পর্যন্ত অভিযুক্তকে জেল হেফাজতেই রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement
ছাত্রীকে ধর্ষণ করে খুন! রামপুরহাট কাণ্ডে মাত্র ১০ দিনেই চার্জশিট পেশ পুলিশের
হাইলাইটস
  • রামপুরহাটের সপ্তম শ্রেণির ছাত্রীর ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডে তদন্তে গতি আনল পুলিশ।
  • ঘটনার মাত্র ১০ দিনের মাথায় শুক্রবার আদালতে চার্জশিট পেশ করেছে তারা।

রামপুরহাটের সপ্তম শ্রেণির ছাত্রীর ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডে তদন্তে গতি আনল পুলিশ। ঘটনার মাত্র ১০ দিনের মাথায় শুক্রবার আদালতে চার্জশিট পেশ করেছে তারা। চার্জশিটে অভিযুক্ত স্কুলশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ আনা হয়েছে। আদালত আগামী ২৮ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেছে। ততদিন পর্যন্ত অভিযুক্তকে জেল হেফাজতেই রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

কীভাবে মিলল ছাত্রীর দেহাংশ?
গত ২৮ অগস্ট টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয় রামপুরহাটের ওই সপ্তম শ্রেণির ছাত্রী। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলেও বহুদিন মেয়েটির খোঁজ পাওয়া যায়নি। প্রায় ২০ দিনের মাথায়, ১৬ সেপ্টেম্বর, কালিডাঙা গ্রামের জলাজমি থেকে উদ্ধার হয় তার পচাগলা দেহাংশ। এই ঘটনায় গ্রেফতার হন স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক। তদন্তে প্রকাশ, অভিযুক্ত ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইতেন এবং তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বাধা পেয়ে তিনি ছাত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করেন বলে অভিযোগ।

পুলিশের দাবি
নাবালিকা ছাত্রীর আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চার্জশিটে স্পষ্ট উল্লেখ আছে, নিখোঁজ হওয়ার দিন কিংবা তার পরদিনই ধর্ষণ করে খুন করা হয়। জেরার সময় অভিযুক্ত স্বীকারোক্তিও দিয়েছে।

এলাকায় ক্ষোভ, রাজনীতির ছায়া
ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকা, বিশেষত জনজাতি সম্প্রদায়ের মানুষজন। শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে গিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাঁর দাবি, 'এমন ভয়াবহ ঘটনায় কেবল একজন শিক্ষক জড়িত, নাকি এর পিছনে আরও বড় চক্র রয়েছে, তা খতিয়ে দেখা জরুরি।' তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আদালতে কড়া নিরাপত্তা
শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে অভিযুক্তকে আনা হয় কঠোর নিরাপত্তার মধ্যে। সকাল থেকেই আদালত চত্বরে ছিল বিশাল পুলিশ মোতায়েন। কোনও অশান্তি এড়াতে সাধারণ মানুষের প্রবেশে বিধিনিষেধও জারি করা হয়েছিল।

 

POST A COMMENT
Advertisement