MLA Mukut Mani Adhikari joins TMC: BJP-তে বড় ভাঙন, গেরুয়া ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আরেক MLA

মুকুট হারাল বিজেপি। রানাঘাট দক্ষিণের বিধায়ক তথা মতুয়া গড়ের মুকুটমণি অধিকারী যোগ দিলেন তৃণমূলে। বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবসের পদযাত্রায় অভিষেকের সঙ্গে পা মিলিয়েছেন মুকুট। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। এদিকে, সোশ্যাল মিডিয়ায় এখনও জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর হাসিমুখের ছবি।

Advertisement
BJP-তে বড় ভাঙন, গেরুয়া ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আরেক MLATMC-তে যোগ মুকুটমণি অধিকারীর

মুকুট হারাল বিজেপি। রানাঘাট দক্ষিণের বিধায়ক তথা মতুয়া গড়ের মুকুটমণি অধিকারী যোগ দিলেন তৃণমূলে। বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবসের পদযাত্রায় অভিষেকের সঙ্গে পা মিলিয়েছেন মুকুট। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। এদিকে, সোশ্যাল মিডিয়ায় এখনও জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর হাসিমুখের ছবি।

বুধবার বরানগরের বিধায়ক তৃণমূল থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। একদিনও কাটেনি, তার আগেই বৃহস্পতিবার বিজেপিতে ভাঙন। এদিন তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মুকুটের তৃণমূলে যোগদানের কথা ঘোষণা করা হয়। তারা জানায়, "বিজেপি নেতারা তাদের নারী-বিদ্বেষী দল ছেড়ে আমাদের সমর্থন করছে।"

মতুয়া গড় রানাঘাট নদিয়া। এই কেন্দ্রে তাঁর প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। গত লোকসভা ভোটে এই আসনে বিজেপি ভালো ফল করে। মতুয়া ভোট নিয়ে তৃণমূল-বিজেপির দড়ি টানাটানি বরাবরের। সম্প্রতি সিএএ ও এনআরসি নিয়ে চিন্তা বেড়েছে। ফলে মুকুটমণি অধিকারী তৃণমূলে আসায় বিজেপির ভোটে বেশ খানিকটা প্রভাব পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

POST A COMMENT
Advertisement