scorecardresearch
 

Bratya Basu Meeting with Registrars: ব্রাত্যর বৈঠকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রাররা যাবেন? রাজ্যপালের 'নিষেধাজ্ঞা'য় বিতর্ক

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের বৈঠকে ডাকেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ, শুক্রবার সেই বৈঠক হওয়ার কথা। দাবি উঠেছে, রেজিস্ট্রারদের বৈঠকে যোগ দিতে নিষেধ করেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যেরা। সূত্রের খবর, অন্তর্বর্তী উপাচার্যেরা তাদের নির্দেশ দেয় অফিসের অন্য কোনও কাজ করতে বাইরে যেতেই পারেন তাঁরা। কিন্তু বৈঠকে যোগ দেবেন না।

Advertisement
রাজ্যপালের 'নিষেধাজ্ঞা' নোটিসে বিতর্ক রাজ্যপালের 'নিষেধাজ্ঞা' নোটিসে বিতর্ক
হাইলাইটস
  • রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের বৈঠকে ডাকেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
  • আজ, শুক্রবার সেই বৈঠক হওয়ার কথা
  • দাবি উঠেছে, রেজিস্ট্রারদের বৈঠকে যোগ দিতে নিষেধ করেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যেরা

Bratya Basu Meeting with Registrars: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের বৈঠকে ডাকেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ, শুক্রবার সেই বৈঠক হওয়ার কথা। দাবি উঠেছে, রেজিস্ট্রারদের বৈঠকে যোগ দিতে নিষেধ করেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যেরা। সূত্রের খবর, অন্তর্বর্তী উপাচার্যেরা তাদের নির্দেশ দেয় অফিসের অন্য কোনও কাজ করতে বাইরে যেতেই পারেন তাঁরা। কিন্তু বৈঠকে যোগ দেবেন না। অভিযোগ, এর পিছনে রয়েছে রাজভবনের পুরনো নির্দেশ। 

গত ২ সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করেছিল রাজভবন। তাতে বলা হয়েছিল, 'আচার্যের পর বিশ্ববিদ্যালয়গুলির সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে উপাচার্যের হাতে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সহ উপাচার্য এবং অন্যান্য কর্তাদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে। রাজ্য সরকার যেকোনও নির্দেশ দিতেই পারে। তবে সেই নির্দেশ মানতে বাধ্য নন উপাচার্য। সুতরাং, এই নির্দেশিকা অনুযায়ী রাজ্য শিক্ষাদপ্তরের যেকোনও নির্দেশ উপাচার্য মান্যতা দিলেই তবেই কার্যকর হবে।'

এই নির্দেশিকা অনুযায়ী উপাচার্যদের কথায় বৈঠকে অনুপস্থিত থাকতে পারেন রেজিস্ট্রাররা। তবে এমনও খবর, কিছু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রাররা কলকাতা পৌঁছেছেন বৈঠকে যোগ দিতে। জানা যাচ্ছে, এই নির্দেশের পর অনেক রেজিস্ট্রারই ছুটিতে চলে গেছেন।

আরও পড়ুন

প্রকৃতপক্ষে, বিশ্ববিদ্যালয় পরিচালনা ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। এর আগে আরও একটি নির্দেশিকায় বিভিন্ন বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্যদের ক্ষমতা বৃদ্ধি করা হয়। 

Advertisement