রাষ্ট্রপতি ভবনে তিনবার ইমেল পাঠিয়েছিলেন আর জি করের মৃত চিকিৎসকের পরিবার। ইমেলের মাধ্যমে রাষ্ট্রপতির সাহায্য চেয়েছিলেন তাঁরা। সেই প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে বিষয়টি খতিয়ে দেখার সুপারিশ করল রাষ্ট্রপতি ভবন। নির্যাতিতার বাবার মেল ফরোয়ার্ড করা হল তাঁকে।নিহত চিকিৎসকের বাবা পরপর তিনবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ইমেল করেছিলেন। তিনি লেখেন, 'আমরা সব কিছু হারিয়েছি। এটা আমাদের আপনার দফতরে পাঠানো আমাদের তৃতীয় মেল। দয়া করে রিপ্লাই দিন।' তিনি অভিযোগ তোলেন যে, 'আমাদের পরিবার বর্তমানে চরম হেনস্তা ও অস্তিত্ব সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।'
মুখ্যসচিবকে ফরোওয়ার্ড
গত ১৪ অগাস্ট সেই ইমেল সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের কাছে ফরোওয়ার্ড করে রাষ্ট্রপতি ভবন। চিঠিতে লেখা হয়, 'রাষ্ট্রপতির উদ্দেশ্যে পাঠানো একটি ই মেল পিটিশন এতে অ্যাটাচ করা হল। পিটিশনেই সমস্তটা লেখা আছে। এই বিষয়ে কী কী পদক্ষেপ করা হয়েছে তা সরাসরি আবেদনকারীকে জানাবেন।'
রাষ্ট্রপতির সচিবালয়ের আন্ডার সেক্রেটারি গৌতম কুমার এই ইমেলটি পাঠান। সেখানে বলা হয়, 'পিটিশনারকে অনুরোধ করা হচ্ছে যাতে তিনি সরাসরি যাঁর কাছে আবেদনটি ফরওয়ার্ড করা হয়েছে, তাঁর সঙ্গে যোগাযোগ করেন।'
আশার আলো দেখছেন নির্যাতিতার বাবা
মৃত চিকিৎসকের বাবা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'এখন আমি কিছুটা আশাবাদী। মনে হচ্ছে, এবার কিছু একটা পদক্ষেপ নেওয়া হবে।'
আর জি কর হাসপাতালের ঘটনার এক বছর পার হয়েছে। প্রতিবাদ, বিক্ষোভের আবহেই মৃত চিকিৎসকের বাবা রাষ্ট্রপতির উদ্দেশে মেল করেন। অভিযোগে বলেন, 'আমাদের পরিবার বিপদের মধ্যে রয়েছে।' এবার রাষ্ট্রপতি ভবনের সরাসরি হস্তক্ষেপে এই ঘটনায় নতুন মোড় এল বলা যেতে পারে।