আরজি করকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পরের দিনই হাসপাতাল সংস্কারের কাজ চালাতে নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ইন্ডিয়া টুডের হাতে এসেছে এমনই এক বিস্ফোরক চিঠি। গত ১০ অগাস্ট পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারকে চিঠি লিখেছিলেন সন্দীপ। যেখানে নির্দেশ দেওয়া হয় যে, আরজি করে সব বিভাগের ডাক্তারদের ঘর সংস্কার, মেরামত করতে হবে।
আরজি করে ধর্ষণ-খুনের ঘটনার পর পরই হাসপাতালে সংস্কারের কাজ করা হয়। যা নিয়ে বিতর্ক বাধে। জরুরি বিভাগের চার তলার সেমিনার হলে গত ৯ অগাস্ট তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন করা হয়েছে বলে অভিযোগ। এর পর গত ১২ অগাস্ট ওই চতুর্থ তলেই সংস্কারের কাজ চলেছিল। যা নিয়ে প্রশ্ন ওঠে। কেন তড়িঘড়ি সংস্কার করা হল? তা নিয়ে বিতর্ক দানা বাঁধে। তা হলে কি তথ্য প্রমাণ লোপাটের জন্য এই কাজ করা হয়েছিল, এমন প্রশ্নও তোলেন অনেকে।
গত ১০ অগাস্ট আরজি করে কর্তব্যরত পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারকে চিঠি লিখেছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ। জরুরি ভিত্তিতে হাসপাতালে বিভিন্ন বিভাগে ডক্টরস রুম এবং লাগোয়া শৌচালয় সংস্কার-মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়। সেই চিঠির প্রতিলিপি হাতে এসেছে ইন্ডিয়া টুডের কাছে।
চিঠিতে কী লিখেছিলেন সন্দীপ?
চিঠিতে সন্দীপ লিখেছেন, 'আরজি করের বিভিন্ন বিভাগে কর্তব্যরত ডাক্তারদের জন্য ডক্টরস রুম ও তার সংলগ্ন পুরুষ-মহিলাদের আলাদা শৌচালয়ের অভাব রয়েছে। রেসিডেন্ট চিকিৎসকদের দাবি অনুযায়ী অনুরোধ করছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিন।'
আরজি করে প্রমাণ লোপাট করতেই সেমিনার হল লাগোয়া ঘরে সংস্কারের কাজ করা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় সন্দীপের যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছিল।
বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ। গত সোমবার তাঁকে গ্রেফতার করা হয়। তবে আরজি করে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সন্দীপকে। আগামী ১০ সেপ্টেম্বর তাঁকে ফের আদালতে হাজির করানো হবে।