রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ শিল্পপতি সজ্জন জিন্দল। শালবনীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসের ঠিক আগে মুখ্যমন্ত্রীর সামনেই রাজ্যের উন্নয়নের তারিফ করলেন জিন্দল। বললেন, 'বাংলার কোণায় কোণায় উন্নয়ন হচ্ছে।' মমতার প্রশংসায় জিন্দল বলেছেন, 'লাখো বছরে এরকম একজন নেতা পাওয়া যায়।'
ঠিক কী বলেছেন জিন্দল?
শালবনীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্য়াসের আগে বক্তৃতায় জিন্দল বলেন, 'দিদির সঙ্গে দেখা করে খুব ভাল লাগছে। দিদির সঙ্গে যখনই দেখা হয়, তখনই এমন অনুভূতি হয়। দিদি অনেক ভালবাসা দেন।'
এরপরেই শালবনীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস প্রসঙ্গে সজ্জন বলেছেন, 'শালবনী দারুণ জায়গা, দুর্দান্ত জমি। শালবনী নামটাও খুব সুন্দর। এখানে অনেক উন্নয়ন হয়েছে। শালের জঙ্গল খুব ভাল। দেশে এরকম উন্নয়নই হওয়া প্রয়োজন। সবাই খুব খুশি দিদির ব্যাপারে।পূর্ব ভারতের রাজধানী পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে উন্নয়ন হলে সারা দেশে উন্নয়ন হবে। দিদি দারুণ কাজ করছেন।'
বিদ্যুৎ প্রকল্পের জন্য কারখানার কথা বলতে গিয়ে শিল্পপতি বলেছেন, 'আপনাদের জমি এটা, তাই এখানে কারখানা হলে আপনারাই উপকৃত হবেন। এটা আমার গ্যারান্টি যে, যা কাজ হবে, আপনাদের উপকার হবে। ১৬০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র হবে। প্রযুক্তিগত দিক থেকে উন্নত হবে। যা আমাদের দেশের মধ্যে খুব কম রয়েছে। কোনও রকম দূষণ হবে না। রাজ্যে বিদ্যুতের চাহিদা পূরণ করবে।' ওই এলাকায়
স্কিল ডেভেলপমেন্ট স্কুল তৈরি করা হবে বলেও এদিন জানিয়েছেন সজ্জন। বলেছেন, 'যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে বাইরে ভাল চাকরি পেতে পারেন।'