Saline Controversy: স্যালাইন কাণ্ড: মেদিনীপুরের ৩ প্রসূতিকে গ্রিন করিডোরে আনা হচ্ছে কলকাতায়

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন প্রয়োগের পর তিন প্রসূতি অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্যালাইনের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং একই দিনে অস্ত্রোপচারের পর আরও কয়েকটি প্রসূতির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে তিন প্রসূতিকে দ্রুত কলকাতায় পাঠানোর জন্য গ্রিন করিডোর তৈরি করা হয়েছে।

Advertisement
স্যালাইন কাণ্ড: মেদিনীপুরের ৩ প্রসূতিকে গ্রিন করিডোরে আনা হচ্ছে কলকাতায়
হাইলাইটস
  • মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন প্রয়োগের পর তিন প্রসূতি অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
  • স্যালাইনের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং একই দিনে অস্ত্রোপচারের পর আরও কয়েকটি প্রসূতির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তদন্ত শুরু হয়েছে।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন প্রয়োগের পর তিন প্রসূতি অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্যালাইনের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং একই দিনে অস্ত্রোপচারের পর আরও কয়েকটি প্রসূতির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে তিন প্রসূতিকে দ্রুত কলকাতায় পাঠানোর জন্য গ্রিন করিডোর তৈরি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজের আইসিইউতে ভর্তি থাকা তিন প্রসূতি—২৩ বছরের মাম্পি সিংহ, ১৯ বছরের নাসরিন খাতুন, এবং ৩১ বছরের মিনারা বিবি—কে তিনটি অ্যাম্বুল্যান্সে করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হচ্ছে। দ্রুত তাদের চিকিৎসা সরবরাহের জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি অ্যাম্বুল্যান্সে থাকবে ডাক্তার ও নার্স।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে গত শুক্রবার আরও পাঁচ প্রসূতি অস্ত্রোপচার করে সন্তান জন্ম দেন, তবে তাদের মধ্যে একজন মামনি রুইদাস (২২) শুক্রবার সকালে মারা যান। বাকিদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক, তবে এক জনের অবস্থা উন্নতির দিকে। এই ঘটনার পর থেকেই স্যালাইনের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

স্বাস্থ্য দফতর স্যালাইন এবং ওষুধের নমুনা পরীক্ষার জন্য ড্রাগ কন্ট্রোল বিভাগে পাঠিয়েছে। তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য স্বাস্থ্য দফতর, এবং তদন্ত কমিটি শনিবার হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছে। আরও জানা গেছে, যে স্যালাইন সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের তৈরি সমস্ত স্যালাইন সরকারি হাসপাতালে ব্যবহার নিষিদ্ধ করেছে স্বাস্থ্য দফতর।


 

POST A COMMENT
Advertisement