বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ তুলে ধরেছিলেন, ঠিক তখনই সেই মন্তব্য ঘিরেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, 'একটা লুটেরাদের সরকার চলছে। রাজ্যে দল আর প্রশাসন এক হয়ে গেছে। রাজ্যে বাঙালি অফিসারদের যখন চিফ সেক্রেটারি বা ডিজি করার কথা হয়, তখন মুখ্যমন্ত্রী অবাঙালিদেরই খোঁজেন। অথচ বাইরে গিয়ে বাঙালিদের অত্যাচারের কথা বলেন।'
তিনি আরও বলেন, 'অধীর চৌধুরীর বিরুদ্ধে মুর্শিদাবাদে লড়ার জন্য কোনও বাঙালি খুঁজে পাননি, গুজরাত থেকে আমদানি করতে হয়েছে। আসানসোলে বিহার থেকে শত্রুঘ্ন সিনহাকে আনতে হয়েছে।'
শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, 'বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের এনে ভোটার তালিকায় তোলা হচ্ছে। এতে হিন্দু বাঙালিদের সর্বনাশ হচ্ছে। ১৭ লক্ষ নাম আমরা চিহ্নিত করেছি, সেটা ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। মুখ্যমন্ত্রী যদি মনে করেন এটা এনআরসি, তিনি তাই মনে করুন। পাহাড় থেকে সাগর পর্যন্ত বাংলার মানুষ ত্রুটিমুক্ত ভোটার তালিকা চান।'
তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, 'আপনারাও এগিয়ে আসুন। বামপন্থীরা এগিয়ে আসুন। আমরা কংগ্রেসকেও আহ্বান জানাচ্ছি—পশ্চিমবঙ্গকে বাঁচান।'
উত্তরবঙ্গের প্রসঙ্গে শমীক বলেন, 'উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। পাহাড়ের আজ করুণ অবস্থা। এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। হিন্দিভাষী ও বাংলাভাষীদের মধ্যে বিভাজন তৃণমূল করেছে।'
তিনি ঘোষণা করেন, '২১ জুলাই উত্তরকন্যায় ব্যাপক সমাবেশ হবে। পাহাড় থেকে সমতল, সব জায়গার মানুষকে আমরা একজোট হওয়ার ডাক দিচ্ছি।'