scorecardresearch
 
Advertisement

Samserganj And Jangipur Bypoll Result Live Updates : সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে জয়ী TMC , ৯২ হাজারেরও বেশি ভোটে জয়ী জাকির

Aajtak Bangla | কলকাতা | 03 Oct 2021, 5:46 PM IST

Samserganj And Jangipur Byelection Result Live Updates : মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর, এই দুই কেন্দ্রে আজ নির্বাচনের ফল ঘোষণা। গত বিধানসভা নিক্বাচনের আগে এই দুই কেন্দ্রে দুই প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করে কমিশন। গত ৩০ তারিখ ভোটগ্রহণ হয় দুই কেন্দ্রে। জয় নিয়ে আশাবাদী সবপক্ষই।

প্রতীকী ছবি প্রতীকী ছবি

হাইলাইটস্

  • মুর্শিদাবাদের দুই কেন্দ্রে ফল ঘোষণা
  • ভোট গণনা জঙ্গিপুর ও সামশেরগঞ্জে
  • প্রার্থীদের মৃত্যুর জেরে ভোট স্থগিত ছিল
  • কড়া নিরাপত্তা কমিশনের
5:46 PM (3 বছর আগে)

রেকর্ড ভোট পেয়েছেন জাকির

Posted by :- Soumen Karmakar

জঙ্গিপুর কেন্দ্রে তৃণমূলের জাকির হোসেন ভোট পেয়েছেন ১৩৫,৯৮৫ এবং বিজেপির সুজিত দাস পেয়েছেন ৪৩,৬২০। অন্যদিকে সামসেরগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম পেয়েছেন ৯৬,৩৮৮ এবং কংগ্রেস প্রার্থী জইদুল রহমান পেয়েছেন ৭০,০০৯। 

5:43 PM (3 বছর আগে)

জঙ্গিপুর ও সামসেরগঞ্জে জয়ী TMC

Posted by :- Soumen Karmakar

জঙ্গিপুর ও সামসেরগঞ্জ দুটি আসনে তৃণমূল প্রার্থীরা জয়লাভ করল। জঙ্গিপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাকির হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুজিত দাসকে ৯২ হাজার ৩৬৫ ভোটে এবং সামসেরগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের জইদুল ইসলামকে ২৬ হাজার ৩৭৯  ভোটে পরাজিত করেন। 

5:20 PM (3 বছর আগে)

সামশেরগঞ্জে জয়ী তৃণমূল

Posted by :- pritam

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। জিতলেন ২৬,৩৭৯ ভোটে। জয়ের পথে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেনও। 

1:32 PM (3 বছর আগে)

ব্যবধান বাড়াচ্ছেন জাকির

Posted by :- pritam

মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা আসনে ১৩ রাউন্ড গণনার শেষে ৪৩,৯৭১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। 

Advertisement
12:05 PM (3 বছর আগে)

সামশেরগঞ্জেও এগিয়ে তৃণমূল

Posted by :- pritam

নবম রাউন্ডের শেষে সামশেরগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী। এগিয়ে রয়েছেন ৫,১৩১ ভোটে। 

11:59 AM (3 বছর আগে)

সপ্তম রাউন্ডের পরেও এগিয়ে জাকির হোসেন

Posted by :- pritam

এগিয়েই চলেছেন জাকির হোসেন। জঙ্গিপুরে সপ্তম রাউন্ড গণনার শেষে ২০,৫৪০ ভোটে এগিয়ে তিনি। 

11:50 AM (3 বছর আগে)

এখনও এগিয়ে জাকির হোসেন

Posted by :- pritam

ষষ্ঠ রাউন্ডের শেষে জঙ্গিপুরে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুজিত দাসের থেকে ১৮,৭৩৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। 

10:15 AM (3 বছর আগে)

লিড বজায় জাকির হোসেনের

Posted by :- pritam

দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন পেলেন মোট ৪,৭০৫টি ভোট, এগিয়ে ২,৯৮৮টি ভোটে।

10:05 AM (3 বছর আগে)

দ্বিতীয় রাউন্ডে এগিয়ে তৃণমূল

Posted by :- pritam

সামশেরগঞ্জে দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়ে শাসকদল। দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল পেয়েছে ৪,২৩৫টি ভোট, কংগ্রেস পেয়েছে ৩,০৯৫টি ভোট এবং বিজেপি ৯৯৫টি ভোট। তৃণমূল এগিয়ে রয়েছে ৯৯৫ ভোটে। 

Advertisement
9:36 AM (3 বছর আগে)

দুই কেন্দ্রেই এগিয়ে তৃণমূল

Posted by :- pritam

জঙ্গিপুরে প্রথম রাউন্ডের শেষে তৃণমূল পেয়েছে ৪,৫৪২টি ভোট, বিজেপি, ২,৮২৫টি ভোট এবং আরএসপি ২৫৫টি ভোট। ১,৭১৭ ভোটে এগিয়ে তৃণমূলের জাকির হোসেন। সামশেরগঞ্জেও প্রথম রাউন্ডের শেষে এগিয়ে ঘাসফুল শিবির।

 

9:11 AM (3 বছর আগে)

এগিয়ে জাকির হোসেন

Posted by :- pritam

জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের গণনা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ১,৭১৭ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন। সামশেরগঞ্জেও এগিয়ে শাসকদল।

8:43 AM (3 বছর আগে)

সামশেরগঞ্জে এগিয়ে তৃণমূল

Posted by :- pritam

সামশেরগঞ্জে ২৪৩টি ব্যালট পেয়ে এগিয়ে তৃণমূল, কংগ্রেস পেয়েছে ২১৮। 

8:38 AM (3 বছর আগে)

প্রতিটি কেন্দ্রে ৭টি টেবিলে গণনা

Posted by :- pritam

জঙ্গিপুর ও সামশেরগঞ্জে চলছে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা। সামশেরগঞ্জে ৭ জন প্রার্থী ও জঙ্গিপুরে ৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে হচ্ছে গণনা। 

8:27 AM (3 বছর আগে)

গণনা শুরু

Posted by :- pritam

মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে শুরু গণনা। কোভিড বিধি পালনে বিশেষ গুরুত্ব। 

Advertisement
7:40 AM (3 বছর আগে)

কত রাউন্ড গণনা?

Posted by :- pritam

একটু পরেই গণনা শুরু জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। জঙ্গিপুরে গণনা হবে ২৬ রাউন্ড এবং সামশেরগঞ্জে গণনা ২৪ রাউন্ড। গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা। 

6:40 AM (3 বছর আগে)

আজ যাঁদের ভাগ্য নির্ধারণ...

Posted by :- pritam

জঙ্গিপুরে ভোটের লড়াইতে রয়েছেন, তৃণমূল প্রার্থী জাকির হোসেন, বিজেপি প্রার্থী সুজিত দাস এবং আরএসপি প্রার্থী জানে আলম মিঞা। এর আগে গত বিধানসভা নির্বাচনের সময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। যার জেরে স্থগিত হয়ে যায় নির্বাচন। পাশাপাশি সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াইতে নেমেছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম, বিজেপি প্রার্থী মিলন ঘোষ, কংগ্রেস প্রার্থী জৈদুর রহমান, এবং সিপিআইএম প্রার্থী মোদাসসর হোসেন। গত বিধানসভা নির্বাচনের সময় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। তাই সেখানেও নির্বাচন স্থগিত রাখে কমিশন। প্রসঙ্গত এই কেন্দ্রে আলাদাভাবে প্রার্থী দিয়েছে বাম ও কংগ্রেস।

6:34 AM (3 বছর আগে)

একটু পড়েই গণনা

Posted by :- pritam

জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে একটু পরেই শুরু ভোটের গণনা। গত নির্বাচনের সময় ওই দুই কেন্দ্রেই মৃত্যু হয় দুই প্রার্থীর। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁদের। যার জেরে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কমিশন। এরপর গত ৩০ তারিখ ভোট হয় ওই দুই কেন্দ্রে।