Saokat Molla: সওকত মোল্লার কনভয়ের সঙ্গে ধাক্কা, মৃত্যু বাইক চালকের

তৃণমূলের দাপুটে নেতা সওকত মোল্লার কনভয়ের একটি গাড়ির সঙ্গে এক বাইকের সজোরে ধাক্কা লাগে। ঘটনায় বাইক চালককে গুরুতর আহত অবস্থায় SSKM হাসপাতালের ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement
Saokat Molla: সওকত মোল্লার কনভয়ের সঙ্গে ধাক্কা, মৃত্যু বাইক চালকের সওকত মোল্লা, দুমড়-মুচড়ে যাওয়া পাইলট কার
হাইলাইটস
  • সওকত মোল্লার কনভয়ের সঙ্গে ধাক্কা
  • মৃত্যু এক বাই চালকের
  • পাইলট কার ক্ষতিগ্রস্ত

সওকত মোল্লার কনভয়ের ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। মঙ্গলবার ঘটনাটি ঘটে সায়েন্স সিটির অদূরে বামনঘাটা এলাকায়। নিজের মৌখালির বাড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন সওকত। বাসন্তী রাজ্য সড়ক ধরে বিধানসভায় যাওয়ার পথে বিআইটি কলেজের সামনে বিধায়কের কনভয়ের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বাইকটির। ঘটনায় গুরুতর জখম হন বাইক চালক মহম্মদ তাজউদ্দিন। জখম হন পাইলট কারের চালকও। তাঁদের তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাজউদ্দিনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি কড়েয়া এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর গাড়ির চালক সজোরে ব্রেক কষায় অল্পের জন্য প্রাণে বাঁচেন তৃণমূল বিধায়ক নিজেই। 

এই পথ দুর্ঘটনার জেরে সওকতের পাইলট কার এবং বাইক, উভয়ই দুমড়ে-মুচড়ে গিয়েছিল। পাইলট কারের সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার খবর পেয়ে পৌঁছয় লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ট্রাফিক পুলিশের ফেটাল স্কোয়াড বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার CCTV। পাইলট কারটি মোটর ভেহিকলস ডিপার্টমেন্টের আইন মানছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ডিসি ট্রাফিক বলেছেন, 'CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আহত বাইক চালকের। স্থানীয় থানা তদন্ত করছে। এখন বিস্তারিত ভাবে কিছু জানানো হচ্ছে না। সময় মত জানানো হবে।'

দুর্ঘটনা এবং প্রাণহানি নিয়ে বিধায়ক সওকত মোল্লা বলেন, ‘আমি বিধানসভায় যাচ্ছিলাম। সেই সময়ে দুর্ঘটনা ঘটে। আমরা দ্রুত বাইক আরোহীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলাম।’ 

 

POST A COMMENT
Advertisement