সরস্বতী পুজোকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বাঙালি। কিন্তু পুজোর দিন আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এবারের বাগদেবীর আরাধনার দিন শীতের আমেজ প্রায় উধাও হয়ে যাবে।
জানুয়ারি মাস জুড়ে শীত খুব একটা স্থায়ী হয়নি। মাঝে মাঝে ঠান্ডা অনুভূত হলেও, তা বেশিদিন স্থায়ী হয়নি। এবারও তেমনটাই ঘটছে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীত তার বিদায় নিতে শুরু করেছে। আগামী বুধবার থেকেই দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং রাতের ঠান্ডাও অনেকটাই কমে আসবে।
২ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, দিনের বেলা ঠান্ডার কোনও অনুভূতি থাকবে না। সকালে হালকা মিঠে রোদ থাকলেও, দুপুরে আবহাওয়া গরম হয়ে উঠতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোর দিন কার্যত শীতের বিদায় ঘণ্টা বাজবে। যারা দিনের বেলা ঠান্ডা আবহাওয়ার আশায় ছিলেন, তাদের আশায় জল ঢালছে আবহাওয়া দফতরের আপডেট।
সরস্বতী পুজো মানেই খিচুড়ি, পায়েস আর নতুন পোশাকে সেজে মেতে ওঠার দিন। আবহাওয়া ঠান্ডা না থাকলেও, বাঙালির পুজো নিয়ে উৎসাহে কোনো কমতি হবে না। তবে যারা শীত পছন্দ করেন, তাদের জন্য হয়ত এই বছরটা কিছুটা হতাশার।