উৎসব, আনন্দ করতে গিয়ে রাজনীতি ভুলে গেলে চলবে না। বরানগরে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে গিয়েছিলেন সৌগত। সঙ্গে ছিলেন বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিকও। সেখানেই দলের কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন প্রবীণ সাংসদ।
সৌগতর কথায়, 'যদি কোনও রাজনৈতিক দল শুধু খেলা, মেলায় ডুবে থাকে, তাহলে তার রাজনৈতিক চেতনা হারিয়ে যায়।' তিনি মনে করিয়ে দেন, আগামী ছ’মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই এখন উৎসব নয়, জয়টাই লক্ষ্য হওয়া উচিত। তাঁর বক্তব্য, 'আমি অপর্ণার একটা কাজকে খুবই সমর্থন করি। ও বরানগর উৎসব বন্ধ করে দিয়েছে। এটা দারুণ সিদ্ধান্ত। গান, বাজনা আমি নিজেও ভালবাসি। কিন্তু কোনও দল যখন শুধুই উৎসব আর আনন্দে মেতে থাকে, তখন রাজনীতির মূল ভাবনাটা হারিয়ে যায়। এখন একটাই লক্ষ্য হওয়া উচিত; জয়। উৎসবের মোহে রাজনীতি ভুলে গেলে চলবে না।'
তিনি বলেন, 'তৃণমূল কোনও সাধারণ দল নয়। এটা সংগ্রামী ও শহিদদের দল। ১৯৯৩ সালে ১৩ জন ছেলেকে হারিয়েছিলাম, আমি নিজে মর্গ থেকে দেহ তুলেছিলাম। নন্দীগ্রামেও ১৪ জন প্রাণ দিয়েছিল। আজ যাঁরা ক্ষমতায় থেকে দল চালাচ্ছেন, তাঁরা কি সেই শহিদদের কথা মনে রাখছেন? নাকি ভাবছেন, এই সুযোগ, যা পারি নিয়ে নিই? দলের পবিত্রতা বজায় রাখা খুব জরুরি।'
তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অন্যদিকে, সৌগত রায়ের এই বক্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, 'সৌগতবাবু বুঝে গেছেন, ওনার এখন আর দাঁড়ানোর জায়গা নেই। মুখ্যমন্ত্রী যদি এই কথা শোনেন, তবে কান মলে দেবেন। আসলে ওনার বিবেক এখন জেগে উঠেছে।'
দলের অন্দরে যদিও কেউ এখনও সৌগত রায়ের মন্তব্য নিয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি। তবে দলের প্রবীণ নেতার এই খোলাখুলি সতর্কবার্তা যে আসন্ন ভোটের আগে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে, তা বলাই বাহুল্য।
সংবাদদাতা: দীপক দেবনাথ