Sayani Ghosh: বিজেপি রাজ্যে বাঙালিকে অসম্মান করা হয়, বাংলায় সেরাজ্যের মানুষকে শ্রদ্ধা করা হয়: সায়নী

সম্প্রতি ভিনরাজ্যে 'বাঙালিদের প্রতি আচরণ' ইস্যুতে তপ্ত রাজনীতি। এবার সেই নিয়েই বাংলার হয়ে সুর চড়ালেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী সায়নী ঘোষ। হুগলির চুঁচুড়ায় এসে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।

Advertisement
বিজেপি রাজ্যে বাঙালিকে অসম্মান করা হয়, বাংলায় সেরাজ্যের মানুষকে শ্রদ্ধা করা হয়: সায়নীসায়নী ঘোষের আক্রমণ: ‘বাংলার মাটি, বাংলার মানুষকে অপমান করলে রেহাই নেই’
হাইলাইটস
  • সম্প্রতি ভিনরাজ্যে 'বাঙালিদের প্রতি আচরণ' ইস্যুতে তপ্ত রাজনীতি।
  •  সুর চড়ালেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী সায়নী ঘোষ।
  • হুগলির চুঁচুড়ায় এসে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।

সম্প্রতি ভিনরাজ্যে 'বাঙালিদের প্রতি আচরণ' ইস্যুতে তপ্ত রাজনীতি। এবার সেই নিয়েই সুর চড়ালেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী সায়নী ঘোষ। হুগলির চুঁচুড়ায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। বললেন, 'বাংলা-দরদী সাজে... আগে নিজেদের রাজ্যে বাঙালিদের সঙ্গে কী ব্যবহার করছেন, সেটা দেখুন।'

সায়নীর অভিযোগ, বিজেপি নেতারা বাংলায় এসে নানা প্রতিশ্রুতি দিলেও ওড়িশা কিংবা দিল্লির মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের সঙ্গে অত্যন্ত অসম্মানজনক ব্যবহার করা হয়। তিনি বলেন, 'ওখানে বাঙালিকে অপমান, আর এখানে এসে বাংলার সংস্কৃতি রক্ষা করার বুলি?'

তৃণমূল সাংসদের দাবি, পশ্চিমবঙ্গে প্রচুর হিন্দিভাষী মানুষ বাস করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনওদিন তাদের অসম্মান করেনি। 'বাংলায় হিন্দিভাষীদের সঙ্গে কোনওদিন বৈষম্য হয়নি, সেটাই দেখায় তফাৎ— বিজেপির রাজ্য আর মমতার বাংলা,' বলেন সায়নী।

চুঁচুড়ার সভামঞ্চ থেকে সায়নী ঘোষ বলেন, 'এই মোদী সরকারকে এবার সরাতে হবে। দেশজুড়ে বাচ্চারাও বলে উঠবে মোদি হাটাও, দেশ বাঁচাও।' তাঁর দাবি, বিজেপির শাসনে সাধারণ মানুষের কণ্ঠস্বর কেড়ে নেওয়া হচ্ছে।  

সায়নীর বার্তা, 'বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন বলেই এখনও পর্যন্ত কেউ তাঁর সম্মানে হাত দিতে সাহস পায়নি। বাংলার মেয়ে, বাংলার গর্ব, বাংলার অহংকার মমতা বন্দ্যোপাধ্যায়।'

সংবাদদাতা- ভোলানাথ সাহা

 

POST A COMMENT
Advertisement