scorecardresearch
 

Sayantika Banerjee : 'লকডাউনে আমাকে টাকা অফার করেছিল BJP', বিস্ফোরক দাবি সায়ন্তিকার

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, 'তখন করোনার কারণে লকডাউনে শ্যুটিং বন্ধ ছিল৷ কোনও অনুষ্ঠানের কাজও ছিল না৷ আমি বাবা মায়ের একমাত্র সন্তান৷ সংসার প্রতিপালন করতে হয় আমাকেই। অনেক কষ্টে ছিলাম। আমার তখন কোনও রোজগার ছিল না। বিজেপি টাকার অফার দিয়েছিল। অনেক টাকা দিতে চেয়েছিল। তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিডিয়ার সামনে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে হতো। কিন্তু আমি নিইনি, বিবেকের কাছে ছোট হয়ে যেতাম৷' 

Advertisement
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • বাঁকুড়ায় বিস্ফোরক দাবি
  • টাকা দিতে চেয়েছিল বিজেপি
  • দাবি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের

মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যে বলার জন্য লক ডাউনে তাঁকে অনেক টাকার অফার দিয়েছিল বিজেপি। বুধবার বাঁকুড়ার দু'নম্বর ব্লকের বিকনায় তৃণমূলের একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। যদিও সায়ন্তিকার এই মন্তব্যের প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপির (BJP)। 

বুধবার ওই বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, 'তখন করোনার কারণে লকডাউনে শ্যুটিং বন্ধ ছিল৷ কোনও অনুষ্ঠানের কাজও ছিল না৷ আমি বাবা মায়ের একমাত্র সন্তান৷ সংসার প্রতিপালন করতে হয় আমাকেই। অনেক কষ্টে ছিলাম। আমার তখন কোনও রোজগার ছিল না। বিজেপি টাকার অফার দিয়েছিল। অনেক টাকা দিতে চেয়েছিল। তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিডিয়ার সামনে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে হতো। কিন্তু আমি নিইনি, বিবেকের কাছে ছোট হয়ে যেতাম৷' 

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে তৃণমূল (TMC)৷ যদিও বিজেপি-র কাছে পরাজিত হন ওই অভিনেত্রী-প্রার্থী৷ সেই হারের জন্য অবশ্য এদিন তৃণমূলেরই একাংশকে দায়ী করেন বাঁকুড়ার তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী৷ গোপনে বিশ্বাসঘাতকতার অভিযোগও তোলেন তিনি। একইসঙ্গে সেই সব 'কালসাপ'দের আর তৃণমূলে নেওয়া হবে না বলেও এদিন স্পষ্ট করে দেন তালড্যাংরার বিধায়ক।

 

Advertisement