রবির দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি

২৫ শে বৈশাখের দুপুর, তারপর আবার রবিবার। ভরদুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি।

Advertisement
রবির দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি Rain
হাইলাইটস
  • রবিবারের দুপুরে বৃষ্টিতে ভিজল কলকাতা
  • ়দক্ষিণবঙ্গেও হয়েছে বৃষ্টি
  • কালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে

২৫ শে বৈশাখের দুপুর, তারপর আবার রবিবার। ভরদুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি। বেহালাতে আবার শিলাবৃষ্টিও হয়। এই বৃষ্টির জেরে গরম থেকে সাময়িক স্বস্তি মিলল রাজ্যবাসীর। 

আজ দুপুরের কিছুটা আগে থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালো মেঘের আানাগোনা দেখা যায়। তারপর ঝেঁপে বৃষ্টি নামে কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হয় উত্তর দিনাজপুরেও। 

আরও পড়ুন : VIDEO: রবিবাসরীয় দুপুরে স্বস্তির ছায়া, বেহালায় শিলাবৃষ্টি

আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা, বাঁকুড়া, হাওড়া এই জেলাগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। আগামী কয়েকদিনেও দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গত কয়েকদিনে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হতে পারে। 

প্রসঙ্গত, গতকাল হাওয়া অফিস জানিয়েছিল, আগামী ৪৮ ঘণ্টায়  দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা। কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছিল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এও জানানো হয়েছে, আগামিকালও বৃষ্টিপাত হতে পারে। 

POST A COMMENT
Advertisement