scorecardresearch
 

রাজ্যের মুকুটে 'স্কচ' পালক, শিক্ষা ও পর্যটনে SKOCH GOLD অ্যাওয়ার্ড জয়ী রাজ্য সরকার

রাজ্যের মুকুটে এল তিনটি 'স্কচ' পালক। কোভিডকালে পড়ুয়াদের পঠনপাঠন এবং শিক্ষা বিস্তারের জন্য দু'টি 'স্কচ গোল্ড' পুরস্কার অর্জন করেছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও, পর্যটনেও এসেছে একটি 'স্কচ গোল্ড' পুরস্কার। শনিবার রাতেই পর্যটনে 'স্কচ গোল্ড' পুরস্কার অর্জনের কথা সোশ্যাল মিডিয়ায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রবিবার সকালে, শিক্ষাক্ষেত্রে আরও দু'টি পুরস্কার অর্জনের কথা ঘোষণা করেন।

Advertisement
শিক্ষা ও পর্যটনে 'স্কচ' পুরস্কার জয় রাজ্যের শিক্ষা ও পর্যটনে 'স্কচ' পুরস্কার জয় রাজ্যের
হাইলাইটস
  • রাজ্যের মুকুটে এল তিনটি 'স্কচ' পালক
  • কোভিডকালে পড়ুয়াদের পঠনপাঠন এবং শিক্ষা বিস্তারের জন্য দু'টি 'স্কচ গোল্ড' পুরস্কার অর্জন করেছে পশ্চিমবঙ্গ সরকার
  • পর্যটনেও এসেছে একটি 'স্কচ গোল্ড' পুরস্কার

রাজ্যের মুকুটে এল তিনটি 'স্কচ' পালক। কোভিডকালে (COVID) পড়ুয়াদের পঠনপাঠন এবং শিক্ষা বিস্তারের জন্য দু'টি 'স্কচ গোল্ড' (SKOCH GOLD AWARD) পুরস্কার অর্জন করেছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও, পর্যটনেও এসেছে একটি 'স্কচ গোল্ড' পুরস্কার। শনিবার রাতেই পর্যটনে 'স্কচ গোল্ড' পুরস্কার অর্জনের কথা সোশ্যাল মিডিয়ায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee। রবিবার সকালে, শিক্ষাক্ষেত্রে আরও দু'টি পুরস্কার অর্জনের কথা ঘোষণা করেন।

রাজ্যের বিদ্যালয় ও উচ্চশিক্ষা দফতর এই সম্মানে ভূষিত হয়েছে। শিক্ষা ও পর্যটন বিভাগের সঙ্গে যুক্ত সকল কর্মকর্তা এবং সদস্যদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের মুকুটে তিনটি নতুন পালক যুক্ত হওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন নেটিজেনরা। মুখ্যমন্ত্রীর পোস্টটিতে অভিনন্দনের বন্যা বয়ে যায়। করোনাকালেও মিড ডে মিল প্রদান, ছাত্রছাত্রীদের জন্য ট্যাব, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো প্রকল্পের জন্য রাজ্যের মুকুটে গেছে এই অনন্য সম্মান।

মুখ্যমন্ত্রী এদিন ট্যুইট করে লেখেন,"অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতর স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। কোভিড কালে ভাল কাজ করার জন্য এই সম্মান। পর্যটন দফতরের সমস্ত আধিকারিক এবং কর্মীদের অভিনন্দন জানাই, যাঁরা অক্লান্ত পরিশ্রম করে এই সাফল্য নিয়ে এসেছেন। ভবিষ্যতে আরও ভাল কাজ করার জন্য এগিয়ে যেতে হবে।"

এর আগে রাজ্যের অর্থ দফতর এই সম্মান অর্জন করেছিল। 

Advertisement