বাবার সাইকেলে চড়ে পরীক্ষা দিতে যাচ্ছিল কৌশিকী। কিন্তু স্কুল পর্যন্ত যাওয়া হল না। পথে লরির ধাক্কায় প্রাণ হারাল চতুর্থ শ্রেণির ছাত্রী।
মর্মান্তিক দুর্ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার কৃষ্ণপুরের। যোগেশ্বরী ইনস্টিটিউট একাডেমির ছাত্রী কৌশিকী বাগ। প্রতিদিনের মতোই বাবার সঙ্গে সাইকলে চড়ে স্কুল যাচ্ছিল সে। এদিন স্কুলে পরীক্ষাও ছিল।
প্রত্যক্ষদর্শীদের কথায়, সকাল সাড়ে ৬টা নাগাদ, মুচির পোলের কাছে হঠাৎ পিছন থেকে একটি লরি এসে সাইকেলে ধাক্কা মারে। ধাক্কায় ছিটকে পড়ে তারা। লরির চাকায় চাপা পড়ে গুরুতর জখম হয় ওই ছাত্রী।
স্থানীয়রা দ্রুত আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফুটফুটে শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষুব্ধ জনতা ঘাতক লরি ভাঙচুর করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে। লরির চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, স্কুলের সামনে গাড়ি যাতায়াত নিয়ন্ত্রণের অবিলম্বে ব্যবস্থা করা প্রয়োজন। অন্তত যাতে একজন সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়, সেই দাবি তুলেছেন তাঁরা।
পুলিশ আধিকারিকরা স্থানীয়দের সঙ্গে কথা বলেন। রাস্তাঘাটের নিরাপত্তায় বাড়তি জোর দেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা।