SSC Recruitment- Mamata Banerjee : ৪৪, ২০৩ জন শিক্ষক-শিক্ষিকা, গ্রুপ সি-ডি পদে চাকরি দেবে রাজ্য; কোন পদে কত নিয়োগ?

মুখ্যমন্ত্রী আরও জানান, ২৪, ২০৩ শিক্ষক-শিক্ষিকা ছাড়াও আরও শূন্যপদ তৈরি করা হয়েছে। সেই সব অতিরিক্ত পদেও নিয়োগ করা হবে। তাঁর কথায়, 'নবম ও দশম শ্রেণির জন্য ১১, ৫১৭ জন, ৬,৯১২ জন একাদশ ও দ্বাদশ শ্রেণির, ৫৭১ জনকে গ্রুপ সিতে এবং ১ হাজার জনকে গ্রুপ ডি-র জন্য নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৪৪ হাজার ২০৩।'

Advertisement
৪৪, ২০৩ জন শিক্ষক-শিক্ষিকা, গ্রুপ সি-ডি পদে চাকরি দেবে রাজ্য; কোন পদে কত নিয়োগ?  SSC
হাইলাইটস
  • মুখ্যমন্ত্রী আরও জানান, ২৪, ২০৩ শিক্ষক-শিক্ষিকা ছাড়াও আরও শূন্যপদ তৈরি করা হয়েছে
  • সেই সব অতিরিক্ত পদেও নিয়োগ করা হবে

স্কুল সার্ভিস কমিশনের চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকাদের জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছে রাজ্য সরকার। তবে কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের নোটিফিকেশন জারি করতে হবে। সেই মোতাবেক এগোচ্ছে রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। কোন পদের জন্য কতজন শিক্ষক-শিক্ষিকা ও গ্রুপ সি-ডি-র কর্মী নিয়োগ করা হবে তা ঘোষণা করে দেন তিনি। 

কোর্টের নির্দেশ মেনে ২৪, ২০৩ নিয়োগ 

মুখ্যমন্ত্রী জানান, 'সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ মে-র মধ্যে নতুন করে পরীক্ষায় বসার জন্য বিজ্ঞপ্তি জারি করতে চলেছে শিক্ষা দফতর। হাইকোর্টের নির্দেশ মেনে ২৪ হাজার ২০৩ টি পদ ফাঁকা রয়েছে। সেই সংখ্যক শিক্ষক নিয়োগ করা হবে। তবে যাঁরা কাজ করছিলেন তাঁরা কাজ চালিয়ে যান। ডিসেম্বর পর্যন্ত তাঁরা বেতন পাবেন। আমরা সুপ্রিম কোর্টে এই নিয়ে আবেদন করেছিলাম। অতিরিক্ত নিয়োগও করা হবে। অনেক খালি পদ আছে। সেগুলোতেও নিয়োগ করা হবে।'    

অতিরিক্ত নিয়োগ করবে রাজ্য (মোট ৪৪ হাজার ২০৩) 

মুখ্যমন্ত্রী আরও জানান, ২৪, ২০৩ শিক্ষক-শিক্ষিকা ছাড়াও আরও শূন্যপদ তৈরি করা হয়েছে। সেই সব অতিরিক্ত পদেও নিয়োগ করা হবে। তাঁর কথায়, 'নবম ও দশম শ্রেণির জন্য  ১১, ৫১৭ জন, ৬,৯১২ জন একাদশ ও দ্বাদশ শ্রেণির, ৫৭১ জনকে গ্রুপ সিতে এবং ১ হাজার জনকে গ্রুপ ডি-র জন্য নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৪৪ হাজার ২০৩।' 

মুখ্যমন্ত্রী আরও জানান, এর ফলে মোট ৪৪, ২০৩ জনকে নিয়োগ করা হবে। তারও হিসেব দিয়ে বলেন, 'নবম ও দশম শ্রেণির চাকরিহারাদের নিয়ে ২৩,২১২, একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য চাকরিহারাদের নিয়ে ১২, ৫১৪, গ্রুপ সি ২৯৮৯ ও গ্রুপ ডি ৫৪৮৮ জনকে নিয়োগ করা হবে।'

চাকরিহারা শিক্ষকদের একাংশের দাবি, তাঁরা নতুন করে পরীক্ষা দেবেন না। সেই বিষয়েও মুখ্যমন্ত্রী বার্তা দেন। তিনি বলেন, 'স্কুলে যাচ্ছেন, যান। সুপ্রিম কোর্টের নির্দেশে ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবেন। যথাযথ জায়গায় মর্যাদার সঙ্গে ফিরে আসার জন্য নিজেদেরটা রক্ষা করুন। সুযোগ আসবে। সদ্ব্যবহার করুন। কোর্টের নির্দেশ না মানলে ২৬ হাজার শিক্ষক বিপদে পড়তে পারেন।'

Advertisement

রাজ্য সরকার রিভিউ পিটিশনের মাধ্যমে চাকরিহারাদের চাকরি বাঁচানোর চেষ্টা করবেন বলেও জানান। তিনি বলেন, 'সকলকে বলব, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, অপশন দুই এবং অপশন এক দুটোই কাজে লাগান। রিভিউ পিটিশন করে বিচার না পেলে, আপনারা পরীক্ষা না দিলে আর চাকরি পাওয়ার সুযোগ থাকবে না। কবে আদালত খুলবে জানি না। গরমের ছুটি শেষ হলে রিভিউ পিটিশন নিয়ে আবার রেজ করব। আমাদের আইনজীবীরা সাধ্যমতো লড়বেন।'  

 

POST A COMMENT
Advertisement