scorecardresearch
 

Train Cancelled in Sealdah Division: শিয়ালদায় বহু লোকাল ট্রেন বাতিল, ভোগান্তি এড়াতে রইল টাইম টেবিল

শিয়ালদা ডিভিশনে বহু লোকাল ট্রেন বাতিল করা হল। পূর্ব রেল সূত্রে খবর, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। এর জেরে নিত্যযাত্রীরা চরম ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

Advertisement
বহু লোকাল ট্রেন বাতিল। বহু লোকাল ট্রেন বাতিল।
হাইলাইটস
  • শিয়ালদা ডিভিশনে বহু লোকাল ট্রেন বাতিল করা হল।
  • শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে।
  • নিত্যযাত্রীরা চরম ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা।

শিয়ালদা ডিভিশনে বহু লোকাল ট্রেন বাতিল করা হল। শনি এবং রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। এই কারণেই শনি এবং রবিবার বহু ট্রেন বাতিল করা হয়েছে। এর জেরে নিত্যযাত্রীরা চরম ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

শনিবার কোন কোন ট্রেন বাতিল?

পূর্ব রেল সূত্রে খবর, শনিবার আপ এবং ডাউন লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যেসব ট্রেন বাতিল করা হয়েছে, তার তালিকা রইল...

আরও পড়ুন

* শিয়ালদা-রানাঘাট
* শিয়ালদা-হাবরা
* শিয়ালদা-হাসনাবাদ
* শিয়ালদা-ডানকুনি
* শিয়ালদা-মধ্যমগ্রাম
* শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট
* শিয়ালদা-বারাসত
* শিয়ালদা-গোবরডাঙা
* শিয়ালদা-দত্তপুকুর
* শিয়ালদা-ব্যারাকপুর
* শিয়ালদা-নৈহাটি
* শিয়ালদা-বর্ধমান
* শিয়ালদা-কাটোয়া
* শিয়ালদা-বজবজ
* শিয়ালদা-ঠাকুরনগর
* শিয়ালদা-বনগাঁ
*শিয়ালদা-হাসনাবাদ
* দমদম জংশন-ব্যারাকপুর
* হাসনাবাদ -দমদম জংশন

শনিবার বাতিল দূরপাল্লার ট্রেনও

শনিবার শিয়ালদা-আসানসোল-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা-সিউড়ি-শিয়ালদা মেমু এক্সপ্রেস এবং শিয়ালদা-জঙ্গিপুর রোড-শিয়ালদা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। 

রবিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল? 

রবিবার আপ এবং ডাউন লাইনে যেসব লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, তার তালিকা রইল...

* শিয়ালদা-রানাঘাট
* শিয়ালদা-হাবরা
* শিয়ালদা-হাসনাবাদ
* শিয়ালদা-ডানকুনি
* শিয়ালদা-গোবরডাঙা
* শিয়ালদা-দত্তপুকুর
* শিয়ালদা-ব্যারাকপুর
* শিয়ালদা-নৈহাটি
* শিয়ালদা-বর্ধমান
* শিয়ালদা-কাটোয়া

রবিবার বাতিল এক্সপ্রেসও

রবিবার শিয়ালদা-সিউড়ি-শিয়ালদা মেমু এক্সপ্রেস বাতিল করা হয়েছে। 


অন্য দিকে, কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদা-হাসনাবাদ-শিয়ালদা লোকাল বারাসত পর্যন্ত যাবে। শিয়ালদা-বনগাঁ লেডিস স্পেশালের বদলে সাধারণ ট্রেন  হিসাবেই চলবে। লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল শিয়ালদা পর্যন্ত যাবে। বনগাঁ-মাঝেরহাট লোকাল যাবে বারাসত স্টেশন পর্যন্ত। বনগাঁ-ক্যানিং লোকাল বারাসত পর্যন্ত যাবে। বনগাঁ-মাঝেরহাট বারাসত পর্যন্ত যাবে। কল্যাণী জংশন পর্যন্ত চলবে সমস্ত কল্যাণী সীমান্ত লোকাল। শনিবার এবং রবিবার চক্ররেল পরিষেবাও বন্ধ রাখা হচ্ছে।

Advertisement


 

Advertisement